৩রা নভেম্বর, ২০১৬ ইং, বৃহস্পতিবার ১৯শে কার্তিক, ১৪২৩ বঙ্গাব্দ


পাকিস্তানে বিক্ষোভকারীদের সঙ্গে পুলিশের সংঘর্ষ, পিটিআই কর্মী নিহত


Amaderbrahmanbaria.com : - ০১.১১.২০১৬

আন্তর্জাতিক ডেস্ক : পাকিস্তানের প্রধানমন্ত্রী নওয়াজ শরিফের দুর্নীতির বিচারের দাবিতে ইমরান খানের নেতৃত্বাধীন পাকিস্তান তেহরিক ই-ইনসাফ (পিটিআই)-এর শোভাযাত্রা কর্মসূচিতে বিক্ষোভকারীদের সঙ্গে পুলিশের সংঘর্ষে পিটিআইয়ের এক কর্মীর মৃত্যু হয়েছে।

আলোচিত পানামা পেপারসে পাকিস্তানের প্রধানমন্ত্রী নওয়াজ শরিফের পরিবারের নাম ওঠার পর দুর্নীতির বিচারের দাবিতে কর্মসূচি পালনের ঘোষণা দেয় পিটিআই। রাজধানী ইসলামাবাদে ২ নভেম্বর প্রতিবাদ সমাবেশ করবে পিটিআই। এ কর্মসূচির বিরুদ্ধে হাইকোর্টে রিট করা হয়। তবে আদালত কর্মসূচি পালনের অনুমতি দেয়। তবে নাগরিকদের স্বাভাবিক জীবন নিশ্চিত করারও আদেশ দেন আদালত। সরকারের ভয় পিটিআই কর্মীরা রাজধানী দখল করে সরকারের নিয়ন্ত্রণ নিয়ে নিতে পারে।

সোমবার পিটিআই কর্মীরা শোভাযাত্রা নিয়ে পেশাওয়ার থেকে ইসলামাবাদের উদ্দেশ্যে রওয়ানা দিলে সন্ধ্যায় স্বাবি এলাকায় পুলিশের বাধার মুখে পড়ে। পুলিশ শোভাযাত্রা আটকে দিতে রাস্তায় ব্যারিকেড দেয়। এ সময় সেখানে ব্যাপক সংঘর্ষ হয়। বিক্ষোভকারীরা পুলিশের দিকে ইট-পাটকেল ছুড়ে মারে। পুলিশও টিয়ারশেল নিক্ষেপ করে বিক্ষোভকারীদের ছত্রভঙ্গ করার চেষ্টা করে। সংঘর্ষে অন্তত ১৫ জন আহত হন।

সন্ধ্যায় অন্ধকার হয়ে গেলে পুলিশ ও আইনশৃঙ্খলা বাহিনী পিছু হটে যায়। পিটিআই কর্মীরা তখন ব্যারিকেড ভেঙে এগিয়ে যায়। পথে বিক্ষুব্ধরা বেশ কয়েকটি যানবাহনে অগ্নিসংযোগ করে। পরে আহতদের এক কর্মীর মৃত্যু হয়।





Loading...


প্রকাশকঃ মোঃ আশ্রাফুর রহমান রাসেল
সম্পাদক : বিশ্বজিত পাল বাবু
চেয়ারম্যান : আলহাজ্ব নুরুজ্জামান
ঠিকানা : ৬০৩ ফুলবাড়িয়া, ব্রাহ্মণবাড়িয়া।
email : [email protected] (news)
Phone: +880851 62307
+8801963094563


close