নিউজ ডেস্ক : রাজধানীর গুলিস্তানে হকার উচ্ছেদ অভিযানের সময় প্রকাশ্যে পিস্তল দেখানো দুই ছাত্রলীগ নেতার বিরুদ্ধে এবার মামলা করেছে পুলিশ।
গতকাল সোমবার রাতে শাহবাগ থানায় হত্যাচেষ্টার অভিযোগে মামলাটি করেন শাহবাগ থানার উপপরিদর্শক (এসআই) আবদুল মান্নান।
আজ মঙ্গলবার দুপুরে এনটিভি অনলাইনকে মামলার বিষয়টি নিশ্চিত করেন ঢাকা মহানগর পুলিশের (ডিএমপি) রমনা বিভাগের সহকারী কমিশনার (এসি) এহসানুল ফেরদৌস। তিনি জানান, ঢাকা মহানগর দক্ষিণ ছাত্রলীগের সাধারণ সম্পাদক সাব্বির হোসেন ও ওয়ারী থানা ছাত্রলীগের সাধারণ সম্পাদক আশিকুর রহমানের নাম উল্লেখ করে অজ্ঞাত বেশ কয়েকজনের বিরুদ্ধে মামলাটি করা হয়েছে। ওই ঘটনার পর দলীয় শৃঙ্খলাভঙ্গের অভিযোগে এই দুই ছাত্রলীগ নেতাকে দল থেকে বহিষ্কার করা হয়।
এর আগে পল্টন থানায় গতকাল রাতেই গুলিস্তানের হকার উচ্ছেদ অভিযানে অজ্ঞাত ব্যক্তিদের বিরুদ্ধে একটি মামলা দায়ের করেন হকাররা।
গত বৃহস্পতিবার ফুটপাতের অবৈধ দোকান উচ্ছেদের সময় হকারদের সঙ্গে ঢাকা দক্ষিণ সিটি করপোরেশনের (ডিএসসিসি) কর্মচারী ও একদল যুবকের দফায় দফায় ধাওয়া ও সংঘর্ষ হয়েছে। এ সময় ওই যুবকরা হকারদের বিরুদ্ধে মিছিল বের করে। মিছিলে দুই ছাত্রলীগ নেতা অস্ত্র প্রদর্শন ও ফাঁকা গুলি ছুড়েছে বলে অভিযোগ পাওয়া গেছে।