৩রা নভেম্বর, ২০১৬ ইং, বৃহস্পতিবার ১৯শে কার্তিক, ১৪২৩ বঙ্গাব্দ


বাগেরহাটে  নকলে সহযোগিতা করায় মাদ্রাসা শিক্ষকের ৩ মাসের জেল


Amaderbrahmanbaria.com : - ০১.১১.২০১৬

এস.এম. সাইফুল ইসলাম কবির, বাগেরহাট :   বাগেরহাটের মোরেলগঞ্জে জেডিসি পরীক্ষায় নকলের  সহযোগীতায় করায় বিএস ওয়াহেজিয়া দাখিল মাদ্রাসার সহকারী মৌলভী হাবিবুর রহমানকে ৩ মাসের কারাদণ্ড দেয়া হয়েছে। নির্বাহী ম্যাজিষ্ট্রেট ও উপজেলা নির্বাহী কর্মকর্তা মুহাম্মদ ওবায়দুর রহমান মঙ্গলবার পরীক্ষার প্রথম দিনে এ সাজা দেন ।

আমাদের বাগেরহাট জেলা প্রতিনিধি এস.এম. সাইফুল ইসলাম কবিরের পাঠানো তথ্যর ভিতিতে জানা যায় জেডিসি পরীক্ষার প্রথম দিনে কোরআন পরীক্ষা চলাকালী ২৭ নং কক্ষে বিএস ওয়াহেজিয়া দাখিল   মাদ্রাসার সহকারী মৌলভী হাবিবুর কর্তব্যরত ছিলেন। তিনি ২৯ নং কক্ষে পরীক্ষারত তার  মাদ্রাসার ছাত্রী আয়শা আকতারকে সহযোগীতার জন্য যায়। এসময় কর্তব্যরত নির্বাহী ম্যাজিষ্ট্রেট ও উপজেলা নির্বাহী কর্মকর্তা মুহাম্মদ ওবায়দুর রহমান ঐ কক্ষে সোরগোল শুনে  প্রবেশ করে নকলে সহযোগীতা করা অবস্থায় শিক্ষক হাবিবুর রহমানকে হাতে নাতে ধরে ফেলে। শিক্ষক কর্তৃক নকলে সহযোগীতা করার অপরাধে ভ্রাম্যমান আদালত বসিয়ে তিনি ঐ শিক্ষককে ৩ মাসের বিনাশ্রম কারাদন্ড প্রদান করেন এবং অত্র মাদ্রাসার ছাত্রী আয়শা আকতার কে বহিষ্কার করা হয়েছে।





Loading...


প্রকাশকঃ মোঃ আশ্রাফুর রহমান রাসেল
সম্পাদক : বিশ্বজিত পাল বাবু
চেয়ারম্যান : আলহাজ্ব নুরুজ্জামান
ঠিকানা : ৬০৩ ফুলবাড়িয়া, ব্রাহ্মণবাড়িয়া।
email : [email protected] (news)
Phone: +880851 62307
+8801963094563


close