৩রা নভেম্বর, ২০১৬ ইং, বৃহস্পতিবার ১৯শে কার্তিক, ১৪২৩ বঙ্গাব্দ


হোমিওপ্যাথি কি সত্যিই কোন কাজের নয়?


Amaderbrahmanbaria.com : - ৩১.১০.২০১৬

স্বাস্থ্য ডেস্ক : রোগ নিরাময়ে হোমিওপ্যাথি কোন কাজের চিকিৎসা নয় বলে মত দিয়েছেন অস্ট্রেলিয়ার জাতীয় স্বাস্থ্য ও মেডিকেল রিসার্চ কাউন্সিলের একদল গবেষক। এ গবেষকদের দাবি, শুধু মানুষের মন বোঝানোর জন্যই এ ওষুধ ব্যবহার করা হয়, বাস্তবে এটি কোন কাজই করে না।

যদিও বহু আগে থেকেই হোমিওপ্যাথি চিকিৎসা পদ্ধতি চালু রয়েছে। বহুদিন ধরে হোমিওপ্যাথি নিয়ে গবেষণা করে আসছেন অস্ট্রেলিয়ার জাতীয় স্বাস্থ্য ও মেডিকেল রিসার্চ কাউন্সিল। সেখানকার গবেষকরা বেশিরভাগই বন্ড বিশ্ববিদ্যালয়ের মেডিসিন বিভাগেও কাজ করেন। সম্প্রতি তারা প্রায় ৬৮ জন রোগীকে হোমিওপ্যাথি ওষুধ দিয়ে তার কার্যকারিতা পরীক্ষা করে একথা জানিয়েছেন।

গবেষক পাউল গ্লাসজিয়স হোপিওপ্যাথি নিয়ে প্রায় ১৭৬টি পরীক্ষা করেছেন। তার ভেতর আছে ৫৭টি সিস্টেমেটিক রিভিউ, ১৭৬টি ব্যক্তিগত গবেষণা এবং বিভিন্ন অবস্থায় ৬৮টি স্বাস্থ্য পর্যবেক্ষণ। এসব গবেষণার পর তিনি বলেন, ‘হোমিওপ্যাথিতে কোনো ধরণের রোগ প্রতিরোধ ক্ষমতা নেই। এ ওষুধ খেয়ে মানুষ শুধু মানসিকভাবে চাঙ্গা থাকে, শারীরিকভাবে সেটি কোনো কাজ করে না। আর সে বিশ্বাসেই অনেক রোগী মনে করেন তার রোগ ভাল হয়ে গেছেন।’

হোমিওপ্যাথি চিকিৎসায় মনে করা হয়, হোমিও ওষুধ একের পর এক যত পানিতে মেশানো হবে ওষুধের কার্যকারিতা তত বৃদ্ধি পাবে কিন্তু ধারণাটি ভুল।

ব্রিটেনের ন্যাশনাল হেলথ সার্ভিস জানায়, হোমিওপ্যাথি চিকিৎসায় মনে করা হয়, হোমিও ওষুধ একের পর এক যত পানিতে মেশানো হবে এর কার্যকারিতা তত বৃদ্ধি পাবে। কিন্তু তা ঠিক না। কারণ গবেষণায় দেখা যায়, পানিতে মেশাতে মেশাতে এক সময় তার কোনো উপাদানই অবশিষ্ট থাকে না। পুরোটাই পানি হয়ে যায়।

গবেষক পাউল গ্লাসজিয়স বলেন, ‘১৮ শতকের চিকিৎসা ব্যবস্থা নিয়ে হ্যানিম্যান (হোমিওপ্যাথির জনক) কেন অসন্তুষ্ট ‍ছিলেন আমি তা জানি। আর তা হলো তিনি হোমিওপ্যাথিতে রক্তক্ষরণের মত মারাত্মক পরিস্থিতির জন্য কোনো ওষুধ আবিষ্কার করতে পারেনি। আমার মনে হয়, তিনিও জানতে পেরেছিলেন হোমিওপ্যাথি এক সময় কার্যকারিতা হারাবে। তিনি তার গবেষেণায় কোনো ভুল খুঁজে পেয়েছিলেন। কিন্তু তারপরও এর সমাধান খোঁজার জন্য চেষ্টা চালিয়ে গেছেন। কিন্তু কোনো সমাধান খুঁজে পাননি।’





Loading...


প্রকাশকঃ মোঃ আশ্রাফুর রহমান রাসেল
সম্পাদক : বিশ্বজিত পাল বাবু
চেয়ারম্যান : আলহাজ্ব নুরুজ্জামান
ঠিকানা : ৬০৩ ফুলবাড়িয়া, ব্রাহ্মণবাড়িয়া।
email : [email protected] (news)
Phone: +880851 62307
+8801963094563


close