স্পোর্টস ডেস্ক : মাত্র ১৮ বয়সে টেস্টে শাক্তিশালী ব্যাটসম্যানকে আউট করে নিজেকে সেরা প্রমাণ করলেন মেহেদী হাসান মিরাজ।
সিরিজের প্রথম টেস্টে দুই ইনিংস মিলে তুলে নিয়েছিলেন ৭ উইকেট। আর দ্বিতীয় টেস্টে দুই ইনিংস মিলে নিলেন ১২ উইকেট।
অসাধারণ পারফরম্যান্সে ইংলিশদের বিপক্ষে ঐতিহাসিক জয় পেয়েছে বাংলাদেশ। এই ম্যাচটিতে টাইগার বাহিনী জিতেছে ১০৮ রানে। দুর্দান্ত বোলিংয়ের সুবাদে দ্বিতীয় টেস্টের সেরা খেলোয়াড় নির্বাচিত হয়েছেন মিরাজ।
অভিষেকে টেস্টেই তাক লাগিয়ে দেওয়া তরুণ ক্রিকেটার মিরাজকে অভিনন্দন জানিয়েছে আন্তর্জাতিক ক্রিকেট কাউন্সিল(আইসিসি)। আজ রোববার সন্ধ্যায় অফিসিয়াল ফেসবুক পেজে এ অভিনন্দন-বার্তা জানায় ক্রিকেটের সর্ব্বোচ্চ সংস্থাটি।
১৯ উইকেট নিয়ে ম্যান অব দ্য সিরিজও মিরাজ। ক্যারিয়ারের দুই টেস্টে এর আগে এমন সূচনা কেউ করতে পারেনি।