৩রা নভেম্বর, ২০১৬ ইং, বৃহস্পতিবার ১৯শে কার্তিক, ১৪২৩ বঙ্গাব্দ
  • প্রচ্ছদ » নাসিরনগর » গোর্কণে বাল্য বিবাহ ও যৌন হয়রানি প্রতিরোধে লাল কার্ড বিষয়ক কর্মশালা


গোর্কণে বাল্য বিবাহ ও যৌন হয়রানি প্রতিরোধে লাল কার্ড বিষয়ক কর্মশালা


Amaderbrahmanbaria.com : - ৩১.১০.২০১৬

আকতার হোসেন ভুইয়া,নাসিরনগর (ব্রাহ্মণবাড়িয়া) সংবাদদাতা ॥ “থাকলে শিশু বিদ্যালয়ে,হবেনা বিয়ে বাল্যকালে,থাকলে শিশু লেখাপড়ায়,সফল হবে জীবন গড়ায়” এই প্রতিপ্রাদ্য বিষয়কে সামনে রেখে নাসিরনগরে গতকাল সোমবার “ বাল্য বিবাহ ও যৌন হয়রানিকে কার্ড বিষয়ক সচেতনামূলক”কর্মশালা অনুষ্টিত হয়। নাসিরনগর উপজেলা পরিষদ ও গোর্কণ সৈয়দ ওয়াল্লীউল্লাহ উচ্চ বিদ্যালয়ের আয়োজনে উপজেলা গর্ভন্যান্স প্রজেক্ট(ইউজেডজিপি)সহযোগিতায় স্থানীয় গোর্কণ সৈয়দ ওয়াল্লীউল্লাহ উচ্চ বিদ্যালয় চত্বরে উপজেলা মহিলা ভাইস চেয়ারম্যান সৈয়দা হামিদা লতিফ পান্নার সভাপতিত্বে সহকারি শিক্ষক প্রদীপ চন্দ্র দাসের পরিচালনায় কর্মশালায় বক্তব্য রাখেন উপজেলা মাধ্যমিক শিক্ষা কর্মকর্তা মাকসুদুর রহমান,উপজেলা মহিলা বিষয়ক কর্মকর্তা জেসমিন আরা,প্রধান শিক্ষক সনজিত কুমার দেব,সাবেক ইউপি চেয়ারম্যান সৈয়দ নওশাদ উল্লাহ,হুমায়ুন রেজা চৌধুরী,আমিনুল ইসলাম বেলায়েত,আবদুল মান্নান,আবুল হাসেম,শিক্ষার্থী কাজী তানিয়া আক্তার ও সংহিতা দেব প্রমূখ। কর্মশালায় উপস্থিত শিক্ষার্থী ও অভিভাবকসহ অতিথিরা বাল্য বিবাহ ও যৌন হয়রানিকে না বলে দাড়িয়ে লাল কার্ড প্রর্দশন করেন । বাল্য বিবাহ ও যৌন হয়রানি প্রতিরোধে কর্মশালায় গোর্কণ সৈয়দ ওয়াল্লীউল্লাহ উচ্চ বিদ্যালয়ের দেড়‘শতাধিক শিক্ষার্থী অংশগ্রহন করে।





Loading...


প্রকাশকঃ মোঃ আশ্রাফুর রহমান রাসেল
সম্পাদক : বিশ্বজিত পাল বাবু
চেয়ারম্যান : আলহাজ্ব নুরুজ্জামান
ঠিকানা : ৬০৩ ফুলবাড়িয়া, ব্রাহ্মণবাড়িয়া।
email : [email protected] (news)
Phone: +880851 62307
+8801963094563


close