আমার ছেলে মৃত্যুর সাথে পাঞ্জা লড়ছে: নুরের বাবা
নির্যাতনের কারণে আমার ছেলের কিডনির সমস্যা, মাথায় সমস্যা দেখা দিয়েছে। সমস্ত গায়ে ব্যথায় সে নড়াচড়া করতে পারছে না। আমার ছেলে এখন মৃত্যুর সাথে পাঞ্জা লড়ছে।
শুক্রবার বিকাল ৫ টায় প্রেসক্লাবের সামনে উদ্বিগ্ন অভিভাবক ও নাগরিক সমাজের সমাবেশে কান্না জড়িত কন্ঠে কোটা আন্দোলনের নেতা নুরের বাবা ইদ্রিস হাওলাদার এসব কথা বলেন।
এসময় তিনি বলেন ঢাকা বিশ্ববিদ্যালয়ের গ্রন্থগারের সামনে তাকে অমানুষিক ভাবে নির্যাতন করা হয়েছে। তিনি অভিযোগ করে বলেন আমার ছেলেকে ঢাকা মেডিকেলে চিকিৎসা নিতে গেলে তাকে সেখান থেকে বের করে দেয়া হয়। অন্য মেডিকেলে নেয়া হলে তাকে সেখান থেকেও বের করে দেয়া হয়। আমি জমি বিক্রয় করে ছেলের চিকিৎসার জন্য টাকা দিয়েছি।
এসময় তিনি প্রধানমন্ত্রীকে অনুরোধ জানিয়ে বলেন কোটা সংস্কার আন্দোলন যদি ন্যায় সংগত ও যৌক্তিক হয় তাহলে অনতিবিলম্বে যেন প্রজ্ঞাপন জারি করা হয়।
আন্দোলনে যারা আটক রয়েছে তাদের মুক্তির দাবি জানান নুরের বাবা।