বিশ্বকাপ শেষ না হতেই বিদায় নিলো সেই ভবিষ্যৎবক্তা বিড়াল
স্পোর্টস ডেস্ক-
আর কয়েক দিন পরেই শেষ হবে রাশিয়া বিশবকাপ।কিন্তু তার আগেই চিরতরে বিদায় নিলো ছয়টি ম্যাচের ভবিষ্যৎবক্তা।
বিশ্বের এই মুহূর্তে সব থেকে জনপ্রিয় বিড়াল এই মুহূর্তে অ্যাকিলিস। কারণ, এই মার্জারই বলে দিচ্ছে কোন ম্যাচে জিতবে কোন টিম।
বেয়ডেন নিজের দেশে এতটাই জনপ্রিয় হয়েছিল যে, চিনের দেশীয় টুইটার অ্যাকাইন্ট ‘উইবো’-তে তার একটি অ্যাকাউন্টও রয়েছে।
কিন্তু, চলতি বিশ্বকাপের মাঝেই মারা গেল বেয়ডেন। এক সোমবার হঠাতই অসুস্থ হয়ে পড়ে বেয়ডেন। তার পিছনের পায়ে জোর পাচ্ছিল না বলে তাকে তড়িঘড়ি পশু হাসপাতালে ভর্তি করা হয়। পাঁচ দিনের মাথায় সে খানিক উঠে বসলে, সকলেই খুব খুশি হয়। কিন্তু, শেষরক্ষা হয়নি। গত ৫ জুলাই, চলে যায় বেয়ডেন।