বাঞ্ছারামপুরে মাদক-জঙ্গী ও ইভটিজিং বিরোধী সমাবেশ
বাঞ্ছারামপুর (ব্রাহ্মণবাড়িয়া)প্রতিনিধি : ব্রাহ্মণবাড়িয়ার বাঞ্ছারামপুর বিশ^বিদ্যালয় কলেজে জাপান সরকারের আর্থিক সহায়তায় (জাইকা) কলেজ মিলনায়তনে প্রায় সহ¯্রাধিক শিক্ষার্থীদের উপস্থিতিতে আজ দুপুরে মাদক-জঙ্গী ও ইভটিজিং বিরোধী সমাবেশ অনুষ্ঠিত হয়েছে।
কলেজ অধ্যক্ষ্য আ.রহিমের সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপজেলা পরিষদ চেয়ারম্যান মো.নুরুল ইসলাম।বিশেষ অতিথি হিসেবে মাদকের কুফল,ইভটিজিং নিয়ে সচেতনতা বৃৃদ্ধি নিয়ে বক্তব্য রাখেন উপজেলা নির্বাহী অফিসার মো.শরিফুল ইসলাম,মডেল থানার ওসি(তদন্ত) সাব্বির আহমেদ,অধ্যাপক রেজাউল করীম প্রমূখ।