বান্ধবীর সঙ্গে রাতভর নাচলেন সাকিব-কন্যা
সামাজিক যোগাযোগের মাধ্যমে প্রায় সময়ই আলাইনা হাসান অউব্রির নানান কাণ্ডের ছবি ও ভিডিও দেখা যায়। কখনো পুতুল নিয়ে ঘুম পাড়ানো, কখনো বাবা সাকিবকে আদর করা, কখনো ব্যাট নিয়ে বসে থাকা অথবা আপেলকে বল ভেবে বাবার হাতে দেওয়া।
আবার কখনো চিত্রকর, কখনো নৃত্যশিল্পী অউব্রিকেও খুঁজে পাওয়া যায় সামাজিক যোগাযোগমাধ্যমে। এবার দেখা গেল নাচানাচিতেও কম যান না অউব্রি।
৮ জুলাই, রবিবার মা উম্মে আহমেদ শিশির ফেসবুকে একটি ভিডিও পোস্ট করেছেন। যেখানে দেখা যাচ্ছে, বান্ধবীর সঙ্গে নাচছেন অউব্রি। ওই ভিডিওর পাশাপাশি একটি ছবিও পোস্ট করেছেন সাকিব আল হাসানের স্ত্রী। ক্যাপশনে লেখা ছিল, ‘বেস্ট ফ্রেন্ডের সঙ্গে রাতভর নাচানাচি।’
সাকিব-শিশিরের চার হাত এক হয়েছিল বছর ছয় আগে। ২০১২ সালের ১২ ডিসেম্বর যুক্তরাষ্ট্র প্রবাসী শিশিরের সঙ্গে বিবাহবন্ধনে আবদ্ধ হন সাকিব। বিয়ের তিন বছরের মাথায় তারকা এই দম্পতির ঘর আলো করে আসে একমাত্র কন্যা অউব্রি। বয়স মাত্র ২ বছর ৮ মাস। এরই মধ্যে বাবার মতো জনপ্রিয়তা পেয়েছে অউব্রি।