বৃহস্পতিবার, ১২ই জুলাই, ২০১৮ ইং ২৮শে আষাঢ়, ১৪২৫ বঙ্গাব্দ

রাজনীতিবিদরা শুধু ফুল ও খাবার উপহার নিতে পারবেন: মাহাথির

আন্তর্জাতিক ডেস্ক: মালয়েশিয়ার প্রধানমন্ত্রী ড. মাহাথির মোহাম্মদ বলেছেন, মন্ত্রিসভার সবাই সরকারি কর্মকর্তা। তিনি বলেন, প্রধানমন্ত্রী, উপপ্রধানমন্ত্রী ও রাজনৈতিক সচিবদের তাদের সম্পদ ও আয়ের তথ্য প্রদান করতে হবে। খবর মালয়েশিয়ার স্টার অনলাইনের।

সোমবার দুর্নীতি বিরোধী মন্ত্রিসভার এক বিশেষ বৈঠকের পর মাহাথির মোহাম্মদ এক সংবাদ সম্মেলনে এ কথা বলেছেন।

এদিকে মাহাথির মোহাম্মদের এই বক্তব্য আদালতের এক রায়ের সঙ্গে সাংঘর্ষিক। গত বছর এক আদালতের রায়ে বলা হয়েছিল, সাবেক প্রধানমন্ত্রী নাজিব রাজাক সরকারি কর্মকর্তা নন। তাই সরকারি অফিসে দুর্নীতির জন্য তাকে দায়ী করা যাবে না।

এ প্রসঙ্গে মাহাথির বলেন, আদালতের আইন কোনও সৃষ্টিকর্তা নয়। কোনও রায় যদি যুগোপযোগী না হয়, বর্তমান চিন্তাভাবনার সঙ্গে খাপ না খায়- তাহলে তা আমরা সংশোধন করতে পারি।

তিনি আরও বলেন, উপহার হিসেবে রাজনীতিবিদ ও সরকারি কর্মকর্তারা শুধু ফুল ও খাবার নিতে পারবেন।

মাহাথির বলেন, এমনকি একটি ক্রেস্ট গ্রহণ করতেও অনুমতি নিতে হবে। যদি তাদেরকে (রাজনীতিবিদ ও সরকারি কর্মকর্তা) মার্সিডিজ বা প্রোটন গাড়ি দেয়া হয়, তা অবশ্যই ফেরত দিতে হবে।

এ জাতীয় আরও খবর

ইংল্যান্ডের স্বপ্ন চূর্ণ করে প্রথমবার ফাইনালে ক্রোয়েশিয়া

প্রস্তুত থাকুন-আন্দোলনের মাধ্যমে খালেদা জিয়াকে মুক্ত করা হবে: বাঞ্ছারামপুরে দুদু-খোকন

দেশে রোহিঙ্গা আছে ১১ লাখ ১৮ হাজার ৫৭৬ জন: স্বরাষ্ট্রমন্ত্রী

দিল্লিতে লর্ড কার্লাইলের সংবাদ সম্মেলন হচ্ছে না

মদ খেয়ে বন্ধুর স্ত্রীকে ধর্ষণের অভিযোগ

সুরমা নদী ছাড়া দেশের সব নদনদীর পানি কমতে শুরু করেছে