লাকি সেভেনই ব্রাজিলের ‘আনলাকি সেভেন’
বিশ্বকাপ থেকে বেলজিয়ামের বিপক্ষের ম্যাচে ২-১ গোলে হেরে বিদায় নেয় পাঁচবারের বিশ্বচ্যাম্পিয়নরা। যেখানে ইংরেজিতে সাত সংখ্যাটাকে বলা হয় লাকি সেভেন সেখানে এ সংখ্যাটিই ‘আনলাকি’ নেইমারদের জন্য। পরিসংখ্যানে বলা হচ্ছে এমনটাই। ২০১৪ সালে শুরু হয় ব্রাজিলিয়ানদের ‘আনলাকি’ সেভেন মিশন। ঘরের মাঠে বিশ্বকাপে জার্মানির কাছে ৭ গোলে হেরেছিল তারা।
১. ২০১৮ বিশ্বকাপে ৭ পয়েন্ট নিয়ে গ্রুপ পর্ব শেষ করেছিল ব্রাজিল। যা আপাতদৃষ্টিতে ‘লাকি’ মনে হলেও শেষ পর্যন্ত উল্টোটাই হয়েছে।
২. কোয়ার্টার ফাইনালের আগেও ৭ কে লাকি সংখ্যা মনে হচ্ছিল ব্রাজিলিয়ানদের কাছে। কারণ মেক্সিকো ম্যাচ পর্যন্ত প্রতিপক্ষের জালে ৭ গোল করেছিল হলুদ জার্সিধারীরা।
৩. সেমিফাইনালে ওঠার লড়াইয়ে তাদের প্রতিদ্বন্দ্বী ছিল বেলজিয়াম। কাকতালীয় ব্যাপার হল, বেলজিয়ামের ইংরেজি বানান Belgium এ ৭টি বর্ণ। জার্মানির ইংরেজি বানান Germany এও ৭টি বর্ণ।
৪. ফের্নান্দিনহোর আত্মঘাতী গোলে শুরুতে পিছিয়ে পড়ে ব্রাজিল। বেলজিয়ামের হয়ে জয়সূচক গোলটি করেন কেভিন ডি’ব্রুইন। যার জার্সি নম্বরও ৭।