থাইল্যান্ডের গুহা থেকে আরও চার কিশোর উদ্ধার
থাইল্যান্ডের গুহায় আটকে পড়া কিশোর ফুটবলার ও তাদের কোচকে উদ্ধারে দ্বিতীয় দিনের অভিযান শুরু হওয়ার পর আরও চার কিশোরকে গুহা থেকে বের করা হয়েছে বলে প্রত্যক্ষদর্শীদের বরাত দিয়ে জানিয়েছে মার্কিন সংবাদমাধ্যম সিএনএন।
সোমবার প্রথমে স্থানীয় সময় বিকাল ৪টা ২৭ মিনেটে এক কিশোরকে গুহা মুখে দেখা যায় বলে জানিয়েছে সিএনএন।
ব্রিটিশ বার্তা সংস্থা রয়টার্সও সোমবারের অভিযানে চার কিশোরকে গুহা থেকে বের করে স্ট্রেচারে অ্যাম্বুলেন্সে নিয়ে যাওয়া হয়েছে বলে জানিয়েছে।
উদ্ধার অভিযানের প্রথম দিনে রোববার প্রথম দফায় এরইমধ্যে বের হয়ে এসেছে চার কিশোর। আটকে পড়া বাকি ৮ কিশোর ও তাদের কোচকে উদ্ধারের সোমবার স্থানীয় সময় সকাল ১১টায় দ্বিতীয় দিনের উদ্ধার অভিযান শুরু করা হয়।
অভিযান শুরুর পর আয়োজিত সংবাদ সম্মেলনে অভিযানের প্রধান সমন্বয়ক নারোংসাক ওসাটানাকর্ন বলেছেন, গতকালের মতোই আজকের পরিস্থিতি ভালো। পানির উচ্চতাও আশঙ্কাজনক নয়।
এই নিয়ে মোট আটজন কিশোরকে উদ্ধার করা হলো। এখনও গুহার ভেতরে আটকে আছেন তাদের কোচ সহ আরও চার কিশোর। তাদের উদ্ধারে অভিযান চলছে।