মার্কেন্টাইল ব্যাংক সাহিত্য পুরস্কার পাচ্ছেন নির্মলেন্দু গুণ
অনলাইন ডেস্ক : এ বছর মার্কেন্টাইল ব্যাংক সাহিত্য পুরস্কার পাচ্ছেন কবি নির্মলেন্দু গুণ। আগামী ২৮ জুলাই হোটেল সোনারগাঁওয়ে তার হাতে তুলে দেয়া হবে এ পুরস্কার। সোমবার কবির ফেসবুক পোস্ট থেকে এই তথ্য জানা যায়।
তিনি লিখেছেন- ‘সুসংবাদ গোপন করতে পারি না। উত্তেজনা বোধ করি। তাই পত্রপত্রিকায় প্রকাশিত হওয়ার আগেই আমি এই সুসংবাদটি জনস্বার্থে প্রকাশ করছি যে, মার্কেন্টাইল ব্যাংক পুরস্কার ২০১৮-র অন্যতম প্রাপক হিসেবে এবার আমাকে মনোনীত করা হয়েছে।’
তিনি আরও লিখেছেন- ‘আগামী ২৮ জুলাই ঢাকার সোনারগাঁও হোটেলে একটি অনুষ্ঠানের মাধ্যমে এই পুরস্কার আমার হাতে তুলে দেয়া হবে। পুরস্কারের অর্থমূল্য তিন লাখ টাকা, তা ছাড়া রয়েছে দুই ভরি ওজনের একটি স্বর্ণপদক ও সম্মাননাপত্র।’
নির্মলেন্দু গুণ আরও লিখেছেন-‘মার্কেন্টাইল ব্যাংকের CFO ডক্টর নূরুল ইসলাম সাহেব মুঠোফোনে আমাকে এই সুসংবাদটি জানিয়েছেন। যথাসময়ে আমাকে এই অর্থবহ পুরস্কার প্রদান করার জন্য মার্কেন্টাইল ব্যাংককে ধন্যবাদ জানাই। জয়তু মার্কেন্টাইল ব্যাংক।’
উল্লেখ্য, নির্মলেন্দু গুণ ১৯৪৫ সালে নেত্রকোণায় জন্মগ্রহণ করেন। স্বাধীনতার পূর্বে তিনি সমাজতান্ত্রিক রাজনীতিতে সক্রিয় ছিলেন। সাংবাদিকতায়ও জড়িত ছিলেন। তিনি প্রধানত একজন আধুনিক কবি। শ্রেণীসংগ্রাম, স্বৈরাচার-বিরোধিতা, প্রেম ও নারী তার কবিতার মূল-বিষয় হিসেবে বারবার এসেছে। কবিতার পাশাপাশি ভ্রমণ কাহিনীও লিখেছেন।
তার সাহিত্যকর্মের মধ্যে ‘শুধু তোমার জন্য’, ‘তোমার চোখ এতো লাল কেন?’, ‘যাত্রাভঙ্গ’, ‘ওটা কিছু নয়’, ‘মাছি’, ‘আসমানী প্রেম’, ‘তুলনামূলক হাত’, ‘মানুষ’, ‘মোনালিসা’, ‘ফুলদানি’, ‘টেলিফোনে প্রস্তাব’, ‘এবারই প্রথম তুমি’, ‘এপিটাফ’, ‘উল্টোরথ’, ‘উপেক্ষা’, ‘আমি চলে যাচ্ছি’, ‘পতিগৃহে পুরোনো প্রেমিক’, ‘পূর্ণিমার মধ্যে মৃত্যু’, ‘আবার যখনই দেখা হবে’ উল্লেখযোগ্য।