নাসিরনগর চাতলপাড়ে নদী ভাঙ্গন রোধের কাজের উদ্বোধন ও ক্ষতিগ্রস্থদের মধ্যে নগদ টাকা বিতরণ
আকতার হোসেন ভুইয়া,নাসিরনগর : নাসিরনগর উপজেলার চাতলপাড় ইউনিয়নের মেঘনা নদী ভাঙ্গন কবলিত এলাকায় জিও ব্যাগ ফেলে ভাঙ্গন রোধ কাজের উদ্বোধন করেন নৌ-পরিবহন মন্ত্রনালয় সম্পর্কিত সংসদীয় স্থায়ী কমিটির সদস্য ব্রাহ্মণবাড়িয়া-১ আসনের সংসদ সদস্য আলহাজ্ব বদরুদ্দোজা মোঃ ফরহাদ হোসেন সংগ্রাম। আজ সোমবার বিকালে উপজেলার চাতলপাড় চকবাজার এলাকায় প্রতিরোধ কার্যক্রমের উদ্বোধন ও জেলা প্রশাসনের বরাদ্দকৃত নদী ভাঙ্গনে ক্ষতিগ্রস্থ ৪১ জনকে ৫ হাজার টাকা করে নগদ টাকা বিতরণ করেন।
চাতলপাড় ইউনিয়ন চেয়ারম্যান শেখ আবদুল আহাদের সভাপতিত্বে বিশেষ অতিথি ছিলেন পানি উন্নয়ন বোর্ডের নিবার্হী প্রকৌশলী মোঃ শাহীনুজ্জামান,উপজেলা নিবার্হী কর্মকর্তা মোঃ মাসউদ পারভেজ মজুমদার,থানার অফিসার ইনচার্জ মোঃ আবু জাফর,ওসি তদন্ত রঞ্জন কুমার ঘোষ,উপজেলা প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা মহিদুল আলম,উপজেলা আওয়ামীলীগ সভাপতি ডাঃ রাফিউদ্দিন আহমেদ,সহ সভাপতি ও সাবেক চেয়ারম্যান জিতু মিয়া,ভলাকুট ইউপি চেয়ারম্যান রুবেল মিয়া,আওয়ামীলীগ নেতা লতিফ হোসেন,হাকিম রেজা,বেনু মিয়া,সাংস্কৃতিক সম্পাদক অরুণ জ্যোতি ভট্রার্চায,উপজেলা ছাত্রলীগ আহবায়ক নাসিরউদ্দিন রানা,যুগ্ম আহবায়ক সুমন চৌধুরী,বকুল চৌধুরী।এ সময় স্থানীয় নেতৃবৃন্দ ও ইউনিয়ন পরিষদের সদস্যগন এবং ক্ষতিগ্রস্থরা উপস্থিত ছিলেন। পরে তিনি ভাঙ্গন কবলিত এলাকা পরিদর্শন করেন।
উল্লেখ্য গত ৩১ মে নদী ভাঙ্গন কবলিত এলাকা পরিদর্শনে এসে ভাঙ্গনরোধে দ্রুত কার্যকরী পদক্ষেপ গ্রহণের আশ্বাস দেন বদরুদ্দোজা মোঃ ফরহাদ হোসেন সংগ্রাম এমপি। এরই ফলশ্রুতিতে এমপির জোর চেষ্ঠায় ক্ষতিগ্রস্থ চাতলপাড়ে নদী ভাঙ্গন এলাকায় প্রায় ২০ লাখ টাকা ব্যয়ে নদীর তীর সংরক্ষনের কাজের বরাদ্দ দেয় পানি উন্নয়ন বোর্ড।
সরেজমিনে দেখা যায়,চাতলপাড় চকবাজার এলাকা প্রতিদিন মেঘনা নদীর ভাঙ্গনের শিকার হচ্ছে নদীর তীরবর্তী মানুষ । মেঘনা নদীর অব্যাহত ভাঙ্গনে চকবাজারের ব্যবসা প্রতিষ্ঠানসহ অনেক পরিবারের বসত ঘরবাড়ি,ফসলী জমি নদীর গর্ভে বিলিন হয়ে গেছে। ফলে আতঙ্কে সময় পার করছেন ক্ষতিগ্রস্থরা।