মঙ্গলবার, ১০ই জুলাই, ২০১৮ ইং ২৬শে আষাঢ়, ১৪২৫ বঙ্গাব্দ

সাকিবের ‘আমি তো এমপি হবো, মন্ত্রী হবো’ ভাইরাল! (ভিডিওসহ)

অ্যান্টিগা টেস্টের প্রথম ইনিংসে ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে ৪৩ রানে অলআউট হয় বাংলাদেশ। এরপর থেকেই অধিনায়ক সাকিব আল হাসানকে নিয়ে সোশ্যাল মিডিয়ায় সমালোচনার ঝড় ওঠে।

সম্প্রতি ভাইরাল হয় সাকিব তুই অপরাধী গান। ওয়েস্ট ইন্ডিজ সফরে বাজে পারফরম্যান্সের পর ভাইরাল হল- এবার সাকিবের ‘আমি তো এমপি হবো, মন্ত্রী হবো’।

ব্যক্তিগত পারফরম্যান্সে সাকিব সফল হলেও অধিনায়ক হিসেবে তেমন কোনো সাফল্য পাননি বিশ্বসেরা এ অলরাউন্ডার।

টেস্ট ক্রিকেটে অধিনায়ক হিসেবে বাংলাদেশে সফল মুশফিকুর রহিম। তার নেতৃত্বে ৩৪ টেস্টের মধ্যে সর্বোচ্চ সাতটিতে জয় লাভ করেছে বাংলাদেশ।

দ্বিতীয় সর্বোচ্চ ১৮টি টেস্টে নেতৃত্ব দিয়েছেন জাতীয় দলের বর্তমান নির্বাচক হাবিবুল বাশার সুমন। তার অধীনে টেস্টের সাদা পোশাকে সর্ব প্রথম জয়ের দেখা পায় বাংলাদেশ।

১৩টি টেস্টে নেতৃত্ব দিয়েছেন মোহাম্মদ আশরাফুল। আর ১২টি টেস্টে বাংলাদেশের অধিনায়ক ছিলেন খালেদ মাহমুদ সুজন।

চলমান অ্যান্টিগা টেস্টের মধ্য দিয়ে ১০টিতে নেতৃত্ব দিচ্ছেন সাকিব। তার অধিনায়কত্বে এর আগে একটি টেস্টে জয় পেয়েছে বাংলাদেশ।

সাকিবের সাম্প্রতিক পারফর্মেন্সের প্রেক্ষিতে নতুন একটি ভিডিও ভাইরাল হয়েছে। ভিডিও’র কথাগুলো হলো-

‘আমি তো এমপি হবো, মন্ত্রী হবো’

আমি তো এমপি হবো মন্ত্রী হবো, কিসের আবার ক্রিকেট?

ভোটের খেলায় জিত্তা গেলে, ভরবে আমার পকেট।

জিতার সংগে সংগে শুরু হবে

হীরা সোনা গিফট

১০০ তলায় উঠে যাব

চড়ে সোনার লিফট (২)

তখন কিসের ক্রিকেট (২)

কিসের খেলা

কিসের দেশপ্রেম

খেলবো আমি আলাদিনের

চেরাগ জ্বালা গেম

আমি এমপি হবো

এমপি হয়ে জনগনের খেদমত করবো আমি

হেলিকপ্টার চড়ে যাব

দেখতে বন্যার পানি

আমার বউ ও যাবে (২)

ত্রাণ বিলাতে

পরে হীরার চেইন

হীরা সোনা কিছুই না

অভিনয়টাই মেইন

আমি তো অভিনেতা (২)

মডেল ক্রেতা

বউ ও আমার সেম

স্বামী বউ মিল্লা তখন

খেলবো চরম গেইম

আমি মন্ত্রী হবো

এবার মন্ত্রী হয়ে দেশ বিদেশে

ঘুরবো আমি ফিরি

একেই বলে রাজনীতির

ওভার বাউন্ডারি

আমি নেতা হবো।