১১ই নভেম্বর, ২০১৬ ইং, শুক্রবার ২৭শে কার্তিক, ১৪২৩ বঙ্গাব্দ
  • প্রচ্ছদ » slider 3 » নাসিরনগর যাচ্ছে ১৪দল প্রতিনিধিদল (ভিডিও)


নাসিরনগর যাচ্ছে ১৪দল প্রতিনিধিদল (ভিডিও)


Amaderbrahmanbaria.com : - ০৬.১১.২০১৬

ব্রাহ্মণবাড়িয়ার নাসিরনগরের ঘটনা পরিদর্শনে যাচ্ছে কেন্দ্রীয় ১৪ দলের একটি প্রতিনিধিদল। সরেজমিনে সেখানকার ঘটনা জানতে নাসিরনগর যাচ্ছে প্রতিনিধিদলটি।

 

রোববার (০৬ নভেম্বর) দুপুরে রাজধানীর ধানমন্ডিতে আওয়ামী লীগ সভাপতির রাজনৈতিক কার্যালয়ে ১৪দলের এক সভায় এ সিদ্ধান্ত নেওয়া হয়।

এতে সভাপতিত্ব করেন আওয়ামী লীগের সভাপতিমণ্ডলীর সদস্য ও ১৪ দল নেতা মোহাম্মদ নাসিম।

সভা শেষে সাংবাদিকদের তিনি বলেন, ‘এ ঘটনার জন্য আমরা ১৪ দল দুঃখ প্রকাশ করছি। যে মুহূর্তে বাংলাদেশ এগিয়ে যাচ্ছে সে সময় এ ঘটনায় আমরা বিস্মিত। এ ধরনের ঘটনা বিচ্ছিন্নভাবে ছড়িয়ে যাচ্ছে।’

‘প্রশাসনের যারা এ ঘটনা মোকাবেলায় ব্যর্থ হয়েছে তাদের প্রত্যাহার করার আমরা দাবি জানিয়েছি। অন্য যেকোনো জায়গায় এ ধরনের ঘটনা ঘটলে সঙ্গে সঙ্গে ব্যবস্থা নেওয়া হবে। এসব ন্যাক্কারজনক ঘটনা যাতে কেউ ঘট‍ানোর সাহস না পায়, সে জন্য ১৪ দলের নেতাকর্মীদের সতর্ক থাকতে বলা হয়েছে।’

নাসিরনগরের ঘটনায় মন্ত্রী ছায়েদুল হকের বক্তব্য প্রসঙ্গে এক প্রশ্নের উত্তরে তিনি বলেন, ‘উনার মতো নেতা কী করে এ ধরনের কথা বললেন সেটা আমরা দেখবো। তিনি এ কথা বলতে পারেন বিশ্বাস করি না।’

আরেক প্রশ্নের উত্তরে আওয়ামী লীগের সভাপতিমণ্ডলীর ‍এ সদস্য বলেন, ‘ঘটনার সঙ্গে যে কেউ জড়িত থাকতে পারে। সে যেই হোক তার বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া হবে, কাউকে ছাড় দেওয়া হবে না।’

বিএনপির চেয়ারপারসন খালেদা জিয়ার বক্তব্যের জবাবে নাসিম বলেন, আওয়ামী লীগ ভয় পায় না। আওয়ামী লীগ যুদ্ধ করে এ দেশেকে স্বাধীন করেছে। আওয়ামী লীগ স্বৈরাচারের বিরুদ্ধে আন্দোলন করে পতন ঘটিয়েছে।

‘আওয়ামী লীগ কোনো কিছুতে ভয় পাওয়ার দল না। আপনি (খালেদা জিয়া) যত ষড়যন্ত্র করবেন ততো পরাজিত হবেন।’

সভায় আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের, ওয়ার্কার্স পার্টির সভাপতি রাশেদ খান মেনন, জাসদ সভাপতি হাসানুল ইনু, আওয়ামী লীগের সভাপতিমণ্ডলীর সদস্য ড. আবদুর রাজ্জাক, যুগ্ম সাধারণ সম্পাদক ডা. দীপু মনি, সাম্যবাদী দলের সভাপতি দিলীপ বড়ুয়া, জাসদ অপর অংশের সভাপতি শরীফ নূরুল আম্বিয়া প্রমুখ উপস্থিত ছিলেন।





Loading...


প্রকাশকঃ মোঃ আশ্রাফুর রহমান রাসেল
সম্পাদক : বিশ্বজিত পাল বাবু
চেয়ারম্যান : আলহাজ্ব নুরুজ্জামান
ঠিকানা : ৬০৩ ফুলবাড়িয়া, ব্রাহ্মণবাড়িয়া।
email : [email protected] (news)
Phone: +880851 62307
+8801963094563


close