১২ই নভেম্বর, ২০১৬ ইং, শনিবার ২৮শে কার্তিক, ১৪২৩ বঙ্গাব্দ


নাসিরনগরের পুনরাবৃত্তি ঠেকাতে কঠোর নির্দেশনা ডিএমপির


Amaderbrahmanbaria.com : - ১০.১১.২০১৬

ব্রাহ্মণবাড়িয়ার নাসিরনগরের ধর্মীয় উসকানি ও অন্য ধর্মাবলম্বীর ওপর হামলার মতো ঘটনার পুনরাবৃত্তি চায় না পুলিশ। বৃহস্পতিবার ডিএমপি হেডকোয়ার্টার্সে আয়োজিত অক্টোবরের মাসিক অপরাধ পর্যালোচনা সভায় এ নির্দেশনা দেন ডিএমপি কমিশনার মো. আছাদুজ্জামান মিয়া।

রাজধানীতে এ ধরনের ঘটনা যাতে না ঘটে সেজন্য ঢাকা মহানগর পুলিশের (ডিএমপি) প্রত্যেকটি বিভাগকে কঠোর নির্দেশনা দিয়েছেন তিনি। পাশাপাশি নিজেদের মধ্যে পেশাগত সম্পর্কের উন্নয়নেরও নির্দেশনা দেন কমিশনার।

সভায় উপস্থিত একাধিক বিভাগ ও গোয়েন্দা বিভাগের উপ-কমিশনার (ডিসি) এ তথ্য নিশ্চিত করেছেন।

সভায় জঙ্গিবিরোধী অভিযান ও সতর্কতামূলক কার্যক্রমের প্রশংসা করে ডিএমপি কমিশনার বলেন, জঙ্গি দমনে আমরা যথেষ্ট সফলতা অর্জন করেছি বলেই সাধারণ মানুষের মধ্যে ঐক্য তৈরি হয়েছে। প্রধানমন্ত্রীসহ দেশের সর্বমহলে আমাদের কাজের ভূয়সী প্রশংসা হচ্ছে।

উপস্থিত কর্মকর্তাদের উদ্দেশ্যে কমিশনার বলেন, সব ধর্মের লোকজন স্বাধীনভাবে তাদের ধর্ম লালন করবে। কেউ যাতে বাধা বা উসকানি দিতে না পারে সেজন্য বিশেষ নজরদারি রাখতে হবে।

তিনি আরো বলেন, থানায় সেবার মান বৃদ্ধি পেয়েছে। থানার কার্যক্রম আরো বেগবান করতে প্রতিটি থানায় চেকপোস্ট, তল্লাশি, ব্লক রেড বাড়াতে হবে এবং খেয়াল রাখতে হবে থানায় সেবা নিতে এসে যেন কেউ হয়রানি না হয়।

সভার প্রথম অংশে কমিশনার ডিএমপির বিভিন্ন ইউনিটের শ্রেষ্ঠ পুলিশ অফিসারদের ভালো কাজের স্বীকৃতিস্বরূপ আর্থিক পুরস্কারে পরস্কৃত করেন।

 

jagonews24.com





Loading...


প্রকাশকঃ মোঃ আশ্রাফুর রহমান রাসেল
সম্পাদক : বিশ্বজিত পাল বাবু
চেয়ারম্যান : আলহাজ্ব নুরুজ্জামান
ঠিকানা : ৬০৩ ফুলবাড়িয়া, ব্রাহ্মণবাড়িয়া।
email : [email protected] (news)
Phone: +880851 62307
+8801963094563


close