১৪ই নভেম্বর, ২০১৬ ইং, সোমবার ৩০শে কার্তিক, ১৪২৩ বঙ্গাব্দ


বিদায় বললেন পিটারসন


Amaderbrahmanbaria.com : - ০৯.১১.২০১৬

 

স্পোর্টস ডেস্ক :বিদায় বললেন রবিন পিটারসন। সব ধরনের ক্রিকেট থেকে অবসরের ঘোষণা দিয়েছেন দক্ষিণ আফ্রিকার এই অলরাউন্ডার।২০০২ চ্যাম্পিয়নস ট্রফিতে জাতীয় দলের জার্সিতে অভিষেক হয়েছিল পিটারসনের। দেশের হয়ে খেলেছেন ১৫টি টেস্ট, ৭৯টি ওয়ানডে আর ২১টি টি-টোয়েন্টি।


আন্তর্জাতিক ক্যারিয়ারে তিনি নামের পাশে যোগ করেছেন ১৩৭টি উইকেট, ব্যাট হাতে করেছেন চারটি হাফ সেঞ্চুরি।

বাঁহাতি স্পিনার আর লোয়ার অর্ডার ব্যাটসম্যান হিসেবে দক্ষিণ আফ্রিকা দলের অন্যতম সদস্য ছিলেন পিটারসন। ২০১২ সালে তিনি পার্থ টেস্টে ৬ উইকেট নিয়ে দক্ষিণ আফ্রিকার সিরিজ জয়ে দারুণ ভূমিকা রাখেন। পরের বছর ডারবান টেস্টে ইনিংসে ব্যাটে ৬১ রানের পাশাপাশি বল হাতে ৭৪ রানে ৪ উইকেট নিয়ে ভারতকে হারাতে অলরাউন্ড নৈপুণ্য প্রদর্শন করেন। ২০১৫ বিশ্বকাপে নেন ১৫ উইকেট, যেটি ছিল টুর্নামেন্টে দক্ষিণ আফ্রিকার কোনো বোলারের সর্বোচ্চ উইকেট।

বুধবার অবসরের ঘোষণা দিয়ে ৩৭ বছর বয়সি পিটারসন বলেন, ‘এটি একটি মিশ্র অনুভূতি যে, আমি পেশাদার ক্রিকেট থেকে অবসর ঘোষণা করতে চাই। এটি অবিশ্বাস্য এক পথচলা ছিল, দীর্ঘ এই পথচলায় অনেকেই আমাকে সমর্থন আর উৎসাহ দিয়েছেন। আমার বিশেষ স্মৃতি গড়তে সাহায্য করায় প্রথমেই আমার সকল সতীর্থকে ধন্যবাদ দিতে চাই। কোচদেরও ধন্যবাদ দিতে চাই, তারা আমার উন্নতিতে অনেক অবদান রেখেছেন।’





Loading...


প্রকাশকঃ মোঃ আশ্রাফুর রহমান রাসেল
সম্পাদক : বিশ্বজিত পাল বাবু
চেয়ারম্যান : আলহাজ্ব নুরুজ্জামান
ঠিকানা : ৬০৩ ফুলবাড়িয়া, ব্রাহ্মণবাড়িয়া।
email : [email protected] (news)
Phone: +880851 62307
+8801963094563


close