১৪ই নভেম্বর, ২০১৬ ইং, সোমবার ৩০শে কার্তিক, ১৪২৩ বঙ্গাব্দ
  • প্রচ্ছদ » slider 3 » আমেরিকার বিরুদ্ধে মামলা করার অনুরোধ হিলারিকে!


আমেরিকার বিরুদ্ধে মামলা করার অনুরোধ হিলারিকে!


Amaderbrahmanbaria.com : - ১০.১১.২০১৬

আন্তর্জাতিক ডেস্ক : আমেরিকার বিরুদ্ধে মামলা করার জন্য হিলারি ক্লিনটনকে অনুরোধ করেছেন তার এক কট্টর সমর্থক। তার মতে, হিলারি আমেরিকার বেশি (দুই লাখ) মানুষের ভোট পেয়েছেন। সুতরাং, তারই প্রেসিডেন্ট হওয়া উচিত। বেশি ভোট পেয়েও প্রেসিডেন্ট হতে না পারায় এখনই তার উচিত দেশের বিরুদ্ধে মামলা করা।

হিলারি দেশের বিরুদ্ধে মামলা করবেন কি না তা এখনো জানা যায়নি। ভোটের ফলাফল ঘোষণার পর থেকেই অধিক শোকে হিলারির সমর্থকরা পাথর হয়ে যাননি। ক্ষোভে হতাশায় প্রথমে কান্নায় ভেঙে পড়লেও পরে বিক্ষোভ শুরু করেছেন। এখনও সেই বিক্ষোভ অব্যাহত রয়েছে। আর তাতে যোগ দিয়েছে হাজার হাজার মার্কিন নাগরিক। আমেরিকার বেশিরভাগ রাজ্যেই চলছে বিক্ষোভ।

হেরে যাওয়ার পর দেয়া ভাষণে হিলারি বলেছেন, আমাদের অবশ্যই এই ফলাফল মেনে নিয়ে ভবিষ্যতের কথা ভাবা উচিত। ট্রাম্প অবশ্যই আমেরিকাকে নেতৃত্ব দেয়ার যোগ্য।

বৃহস্পতিবার হিলারির ওই সমর্থক মার্কিন গণমাধ্যমে দেয়া সাক্ষাৎকারে বলেন, হিলারির ঘুরে দাঁড়াবার সময় এসেছে। তার উচিত সোজা গিয়ে আমেরিকার বিরুদ্ধে মামলা ঠুকে দেয়া। আমি হিলারির জয়টাই চেয়েছিলাম।

হিলারিকে উদ্দেশ্য করে ওই সমর্থক বলেন, আমি আপনার ওপরই বিশ্বাস রাখি। নারীরা আপনাকে চায়, সংখ্যালঘুরা আপনাকে চায়, আমি আপনাকে চাই। শিকাগোর আপনাকে প্রয়োজন, আমেরিকার প্রয়োজন আপনাকে। দেশ চায় আপনি ঘুরে দাঁড়ান এবং সর্বোচ্চ আদালতে মামলা করুন। আদালতে গিয়ে আপনি বলবেন, সব ভোটের সমান গুরুত্ব আছে।





Loading...


প্রকাশকঃ মোঃ আশ্রাফুর রহমান রাসেল
সম্পাদক : বিশ্বজিত পাল বাবু
চেয়ারম্যান : আলহাজ্ব নুরুজ্জামান
ঠিকানা : ৬০৩ ফুলবাড়িয়া, ব্রাহ্মণবাড়িয়া।
email : [email protected] (news)
Phone: +880851 62307
+8801963094563


close