১৪ই নভেম্বর, ২০১৬ ইং, সোমবার ৩০শে কার্তিক, ১৪২৩ বঙ্গাব্দ


চিটাগাংয়ের বিপক্ষে রংপুরের সহজ জয়


Amaderbrahmanbaria.com : - ০৯.১১.২০১৬

বাংলাদেশ প্রিমিয়ার লিগে ৬ষ্ঠ ম্যাচে টসে জিতে চিটাগাং ভাইকিংসকে ব্যাটিংয়ে আমন্ত্রণ জানায় রংপুর রাইডার্স। ব্যাট করতে নেমে নির্ধারিত ২০ ওভারের আগেই ১৯.৩ বল খেলে সবকটি উইকেট হারিয়ে ১২৪ রান সংগ্রহ করে চট্টগ্রাম ভাইকিংসের খেলোয়াররা। জাবাবে ১২৫ রানের লক্ষ্যে ব্যাট করতে নেমে নির্ধারিত ২০ ওভারে আগেই মাত্র ১ উইকেট হারিয়ে জয়ের বন্দরে পৌছে যায় রংপুর রাইডার্স।
এর আগে টুর্নামেন্টের প্রথম ম্যাচে কুমিল্লা ভিক্টোরিয়ানসকে হারিয়ে মানসিকভাবে এগিয়ে আছে তামিম ইকবালের চিটাগাং ভাইকিংস।

এই লক্ষ্যকে সত্যিই মামুলিতে পরিণত করলো রংপুর রাইডার্স। বিশেষ করে আফগান ওপেনার মোহাম্মদ শাহজাদ। তার একার হাতেউ দুরমুস হলো চিটাগাং ভাইকিংস। পুরো ৫ ওভার এবং ৯ উইকেট হাতে রেখেই রংপুরকে তিনি পৌঁছে দেন জয়ের বন্দরে।

জয়ের জন্য ১২৫ রানের লক্ষ্যে খেলতে নেমে দলীয় ৭৭ রানে শুধুমাত্র সৌম্য সরকারের উইকেট হারিয়েছে রংপুর। ২৫ বলে ২৩ রান করে আউট হন সৌম্য। বাকি রান অনায়াসেই তুলে নেন মোহাম্মদ শাহজাদ আর মোহাম্মদ মিথুন।

৫২ বলে ১১টি বাউন্ডারি আর ৩টি ছক্কায় ৮০ রানে অপরাজিত থাকেন মোহাম্মদ শাহজাদ। ১৫ বলে ১২ রানে অপরাজিত থাকেন মোহাম্মদ মিথুন। চিটাগাংয়ের পক্ষে একমাত্র উইকেটটি নেন ইংলিশ পেসার টাইমাল মিলস।

নিজেদের প্রথম ম্যাচে দারুণ জয়ের পর দ্বিতীয় ম্যাচে এসে হারলো চিটাগাং। অপরদিকে নিজেদের প্রথম ম্যাচেই অসাধারণ এক জয় পেলো রংপুর রাইডার্স।

এর আগে টস হেরে ব্যাট করতে নেমে ব্যাটসম্যানদের ব্যর্থতায় মাত্র ১২৪ রান তুলতেই অলআউট হয়ে যায় চিটাগাং। দলের পক্ষে সর্বোচ্চ ৩০ রান করেন পাকিস্তানি শোয়েব মালিক আর ২৫ রান করেন এনামুল হক বিজয়।
রংপুরের হয়ে মাঠে নামবেন নাঈম ইসলাম, মোহাম্মদ মিঠুন, সৌম্য সরকার, মুক্তার আলী, রুবেল হোসেন, আরাফাত সানি, শহীদ আফ্রিদি, মোহাম্মদ শেহজাদ, আরজে গ্লিসন, সোহাগ গাজী।
অন্যদিকে চিটাগাংয়ের হয়ে মাঠে নামছেন অধিনায়ক তামিম ইকবাল, এনামুল হক, জহুরুল ইসলাম, শোয়েব মালিক, তাসকিন আহমেদ, আব্দুর রাজ্জাক, মোহাম্মদ নবী, জাকির হাসান, নাজমুল হক মিলন।





Loading...


প্রকাশকঃ মোঃ আশ্রাফুর রহমান রাসেল
সম্পাদক : বিশ্বজিত পাল বাবু
চেয়ারম্যান : আলহাজ্ব নুরুজ্জামান
ঠিকানা : ৬০৩ ফুলবাড়িয়া, ব্রাহ্মণবাড়িয়া।
email : [email protected] (news)
Phone: +880851 62307
+8801963094563


close