১২ই নভেম্বর, ২০১৬ ইং, শনিবার ২৮শে কার্তিক, ১৪২৩ বঙ্গাব্দ
  • প্রচ্ছদ » slider 1 » আজ নাসিরনগর যাচ্ছেন সুপ্রিম কোর্ট আইনজীবী সমিতি


আজ নাসিরনগর যাচ্ছেন সুপ্রিম কোর্ট আইনজীবী সমিতি


Amaderbrahmanbaria.com : - ১১.১১.২০১৬

নিউজ ডেস্ক : ব্রাহ্মণবাড়িয়ার নাসিরনগরে হিন্দু সম্প্রদায়ের ওপর হামলার ঘটনাস্থল পরিদর্শনে যাচ্ছেন সুপ্রিম কোর্ট আইনজীবী সমিতির সভাপতি ইউসুফ হোসেন হুমায়ুনের নেতৃত্বে একটি প্রতিনিধি দল। সুপ্রিম কোর্ট আইনজীবী সমিতি ভবন চত্বরে আয়োজিত এক মানববন্ধনে এ কথা জানান তিনি।

বৃহস্পতিবার সন্ধায় সুপ্রিম কোর্ট আইনজীবী সমিতির সম্পাদক ব্যারিস্টার এএম মাহবুব উদ্দিন খোকন স্বাক্ষরিত নাসিরনগরের সংখ্যালঘু নির্যাতন এলাকা পরিদর্শন সংক্রান্ত একটি চিঠি সাংবাদিকদের সংগঠন ‘ল রিপোর্টাস ফোরামে’ পাঠানো হয়।

মানববন্ধনে ইউসুফ হোসেন হুমায়ুন বলেন, প্রধানমন্ত্রী শেখ হাসিনার উন্নয়নকে বাধাগ্রস্ত করার জন্য নাসিরনগরে এই হামলা করা হয়েছে। হামলাকারী যেই হোক তাদের দৃষ্টান্তমূলক শাস্তির দাবি জানান তিনি।

তিনি বলেন, এই ঘটনা সরেজমিন পরিদর্শন শেষে সমিতির পক্ষ থেকে আইনি সহায়তার বিষয়ে ঘোষণা দেয়া হবে। মানববন্ধনে উপস্থিত অন্য আইনজীবীরাও ব্যক্তিগতভাবে ক্ষতিগ্রস্তদের পাশে থাকবেন।

প্রসঙ্গত, উল্লেক্ষ্য, গত ২৮ অক্টোবর নাসিরনগর উপজেলার হরিপুর ইউনিয়নের হরিণবেড় গ্রামের এক যুবকের ফেসবুক অ্যাকাউন্ট থেকে একটি ছবি পোস্ট করা হয় যা মুসলমানদের ধর্মানুভূতিতে আঘাত করে বলে অভিযোগ ওঠে। এ ঘটনার পর স্থানীয়রা ওই যুবককে ধরে পুলিশে সোপর্দ করে। খবর ছড়িয়ে পড়লে ৩০ অক্টোবর সকাল থেকে নাসিরনগর উপজেলা সদরের কলেজ মোড় এবং খেলার মাঠে একাধিক ইসলামি দলের নেতারা জড়ো হয়ে বিক্ষোভ ও প্রতিবাদ সমাবেশ করেন। সমাবেশ চলাকালে হঠাৎ তিন থেকে ৪শ’ লোক সংঘবদ্ধ হয়ে এ ঘটনার জন্য হিন্দু পরিবারগুলোর ওপর চড়াও হয়। এসময় পুরো উপজেলা সদরের হিন্দু সম্প্রদায়ের শতাধিক পরিবার এবং তাদের মন্দিরের ওপর হামলা চালায় তারা। এ ঘটনার পর শুক্রবার ভোরে আবারো হিন্দু সম্প্রদায়ের অন্তত ৫টি গোয়াল ও রান্নাঘরে অগ্নিসংযোগ করেছে দুর্বৃত্তরা।





Loading...


প্রকাশকঃ মোঃ আশ্রাফুর রহমান রাসেল
সম্পাদক : বিশ্বজিত পাল বাবু
চেয়ারম্যান : আলহাজ্ব নুরুজ্জামান
ঠিকানা : ৬০৩ ফুলবাড়িয়া, ব্রাহ্মণবাড়িয়া।
email : [email protected] (news)
Phone: +880851 62307
+8801963094563


close