৭ই নভেম্বর, ২০১৬ ইং, সোমবার ২৩শে কার্তিক, ১৪২৩ বঙ্গাব্দ
  • প্রচ্ছদ » slider 2 » হাইটেক পার্কের কাজ দ্রুত শেষ করার সুপারিশ


হাইটেক পার্কের কাজ দ্রুত শেষ করার সুপারিশ


Amaderbrahmanbaria.com : - ০২.১১.২০১৬

 

নিজস্ব প্রতিবেদক : হাইটেক পার্কগুলোর নির্মাণ কাজ দ্রুত শেষ করার সুপারিশ করেছে দশম জাতীয় সংসদের ডাক, টেলিযোগাযোগ ও তথ্যপ্রযুক্তি মন্ত্রণালয় সম্পর্কিত স্থায়ী কমিটি।মঙ্গলবার জাতীয় সংসদ ভবনে ইমরান আহমদের সভাপতিত্বে এ সুপারিশ করা হয়।বৈঠকে টেলিটকের কার্যক্রম নিয়ে বিগত সভার সিদ্ধান্ত অনুয়ায়ী টেলিটকের দাখিলকৃত প্রতিবেদনের পর্যালোচনা, বঙ্গবন্ধু হাইটেক পার্ক, কালিয়াকৈর, শেখ হাসিনা হাইটেক পার্ক, যশোর এবং সিলেট হাইটেক পার্কের (সিলেট ইলেকট্রনিকস সিটি) কার্যক্রমের অগ্রগতি পর্যালোচনা করা হয়।

পরের বৈঠকে শুধু টেলিটকের কার্যক্রম সম্পর্কে আলোচনা করার সিদ্ধান্ত নেয়া হয়।বৈঠকে জানানো হয়, দেশে বর্তমানে মোট ২৮টি হাইটেক পার্ক স্থাপনের প্রকল্প চালু আছে। এই পার্কগুলো স্থাপিত হলে তথ্য প্রযুক্তির মহাসড়কে বাংলাদেশ অনেক দূর এগিয়ে যাবে।কমিটির সদস্য ডাক ও টেলিযোগাযোগ প্রতিমন্ত্রী তারানা হালিম, তথ্য ও যোগাযোগ প্রযুক্তি প্রতিমন্ত্রী জুনাইদ আহম্মেদ পলক, সংসদ সদস্য মোয়াজ্জেম হোসেন রতন, কাজী ফিরোজ রশীদ এবং হোসনে আরা লুৎফা ডালিয়া বৈঠকে অংশ নেন।ডাক ও টেলিযোগাযোগ বিভাগের সচিব, আইসিটি ডিভিশনের সচিবসহ মন্ত্রণালয় ও জাতীয় সংসদ সচিবালয়ের কর্মকর্তারাও বৈঠকে উপস্থিত ছিলেন।





Loading...


প্রকাশকঃ মোঃ আশ্রাফুর রহমান রাসেল
সম্পাদক : বিশ্বজিত পাল বাবু
চেয়ারম্যান : আলহাজ্ব নুরুজ্জামান
ঠিকানা : ৬০৩ ফুলবাড়িয়া, ব্রাহ্মণবাড়িয়া।
email : [email protected] (news)
Phone: +880851 62307
+8801963094563


close