৯ই নভেম্বর, ২০১৬ ইং, বুধবার ২৫শে কার্তিক, ১৪২৩ বঙ্গাব্দ
  • প্রচ্ছদ » slider 5 » অধ্যাপক এম আর খানের প্রথম জানাজা সম্পন্ন


অধ্যাপক এম আর খানের প্রথম জানাজা সম্পন্ন


Amaderbrahmanbaria.com : - ০৬.১১.২০১৬

নিউজ ডেস্ক : জাতীয় অধ্যাপক ও শিশুরোগ বিশেষজ্ঞ ডা. এম আর খানের প্রথম জানাজা অনুষ্ঠিত হয়েছে। আজ রবিবার সকাল সাড়ে ১০টায় সেন্ট্রাল হাসপাতাল প্রাঙ্গণে এ জানাজা অনুষ্ঠিত হয়। সেন্ট্রাল হাসপাতাল প্রাঙ্গণ থেকে মরদেহ বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিকেল বিশ্ববিদ্যালয় মসজিদে নেওয়া হচ্ছে। দুপুর ১২টায় বাংলাদেশ মেডিকেল অ্যাসোসিয়েশন (বিএমএ) কার্যালয়ে এবং সাড়ে ১২টায় কেন্দ্রীয় শহীদ মিনারে সবার শ্রদ্ধা জানানোর জন্য নেওয়া হবে এম আর খানের মরদেহ।

এরপর বেলা আড়াইটা থেকে মিরপুরে শিশু স্বাস্থ্য ফাউন্ডেশন এবং বিকেল সাড়ে তিনটায় উত্তরা উইমেন্স মেডিকেল হাসপাতাল প্রাঙ্গণে তার জানাজা হবে। এরপর মরদেহ নিয়ে যাওয়া হবে গ্রামের বাড়ি সাতক্ষীরার রসুলপুরে। পথে রাতে যশোরে শিশু স্বাস্থ্য ফাউন্ডেশনে জানাজা অনুষ্ঠিত হবে।

আগামীকাল সোমবার সকাল সাড়ে ১০টায় এম আর খানের নিজের গ্রাম রসুলপুরে জানাজা অনুষ্ঠিত হবে। তারপর পারিবারিক কবরস্থানে জাতীয় এ অধ্যাপককে দাফন করা হবে। শনিবার বিকেল ৪টা ২৫ মিনিটে সেন্ট্রাল হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় তার মৃত্যু হয়।





Loading...


প্রকাশকঃ মোঃ আশ্রাফুর রহমান রাসেল
সম্পাদক : বিশ্বজিত পাল বাবু
চেয়ারম্যান : আলহাজ্ব নুরুজ্জামান
ঠিকানা : ৬০৩ ফুলবাড়িয়া, ব্রাহ্মণবাড়িয়া।
email : [email protected] (news)
Phone: +880851 62307
+8801963094563


close