নিউজ ডেস্ক : আগামী ৭ নভেম্বর ক্ষমতাসীন দলের এক নেতা বিএনপির কর্মসূচি প্রতিহত করার হুমকি দেওয়ার পরও ওইদিন সমাবেশ করার বিষয়ে অনড় অবস্থানের কথা জানিয়েছে দলটি।
মঙ্গলবার দুপুরে নয়া পল্টনে বিএনপির কেন্দ্রীয় কার্যালয়ে আয়োজিত এক সংবাদ সম্মেলনে বিএনপির সিনিয়র যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী একথা জানান।
তিনি বলেন, “গণতন্ত্র ফিরে পাবার ও স্বাধীনতা সুরক্ষার একটি মহান দিন ৭ নভেম্বর। হানিফ সাহেবেরা যতই প্রতিহত করার ঘোষণা দেন না কেন দিবসটি আমরা পালন করবই।”
ক্ষমতাসীন নেতার বক্তব্য ব্যক্তিগত দাবি করেন রিজভী বলেন, ”আমি দৃঢ়ভাবে বিশ্বাস করি, এই সমাবেশ সরকার করতে দেবে। আইনশৃঙ্খলা বাহিনী বিশেষ করে, পুলিশও তা অনুমোদন দেবে। তাদের কাছ থেকে আমরা বিভিন্নভাবে ইংগিতও পাচ্ছি।”
প্রসঙ্গত, নভেম্বরের ৭ তারিখ ‘বিপ্লব ও সংহতি দিবস’ হিসেবে পালন করে থাকে বিএনপি। এ উপলক্ষে গত ২০ অক্টোবর এই দিনে সোহরাওয়ার্দী উদ্যানে সমাবেশের কর্মসূচি ঘোষণা করেছে বিএনপি।