সরাইল (ব্রাহ্মণবাড়িয়া) প্রতিনিধি : সরাইলে মায়ের অভিযোগে মাহমুদ হোসেন সুমন (৩০) নামের মাদকাসক্ত ছেলে এখন জেলহাজতে। সুমন সদর ইউনিয়নের পূর্ব কুট্ট্রাপাড়া গ্রামের খুরশেদ মিয়ার ছেলে। গতকাল সকালে ভ্রাম্যমান আদালতের বিচারিক হাকিম তাকে ১ বছরের কারাদন্ড দিয়ে জেলহাজতে পাঠিয়েছেন। ইউএনও’র দফতর ও সুমনের পারিবারিক সূত্রে জানা যায়, সুমন দীর্ঘদিন ধরে মাদক সেবন করছে। সম্প্রতি মাদকের টাকার জন্য ঘরের আসবাবপত্র বিক্রয় করা শুরু করে। বাঁধা দিলে জিনিস পত্র ভাংচুর করে ও পরিবারের লোকজনকে প্রাণনাশের হুমকি দেয়। এ ঘটনা থেকে রেহায় পাচ্ছে না তার মা বাবাও। মাদকের টাকা নিয়ে সুমন তার গোটা পরিবারকে দরিদ্র করে ফেলেছে। তারপরও তার সাধ মিটছে না। গত ১৩ অক্টোবর বিকাল ৫টার দিকে সুমন তার মা হেলেনা বেগমের কাছে মাদকের টাকা চায়। টাকা না পেয়ে রামদা নিয়ে মাকে হত্যা করার চেষ্টাকালে ছোট ভাই রুমান মিয়া ও বাবা খুরশেদ মিয়া দৌঁড়ে এসে রক্ষা করেন। এতে ক্ষুদ্ধ হয়ে ভাই ও বাবাকেও প্রাণনাশের হুমকি দেয়। মা হেলেনা বেগম প্রতিকার চেয়ে গত ১৬ অক্টোবর সরাইল উপজেলা নির্বাহী কর্মকর্তা বরাবর লিখিত অভিযোগ করেন। গতকাল সকালে মায়ের সহযোগীতায় সরাইল থানার এসআই আমির হোসাইন সুমনকে গ্রেপ্তার করে ভ্রাম্যমান আদালতে হাজির করেন। ইউএনও ও নির্বাহী ম্যাজিষ্ট্রেট সৈয়দা নাহিদা হাবিবার আদালত সুমনকে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে ১ বছরের বিনাশ্রম কারাদন্ড প্রদান করে জেল হাজতে প্রেরন করেন।