আন্তর্জাতিক ডেস্ক :পাকিস্তানি সেনাদের গুলিতে জম্মু-কাশ্মিরে আরও এক ভারতীয় সেনা নিহত হয়েছেন। এতে আহত হয়েছেন দুই নারী।সোমবার নিয়ন্ত্রণ রেখার পোঞ্চ এবং রাজৌরি সেক্টরে সীমান্তে যুদ্ধবিরতি লঙ্ঘন করেছে পাকিস্তান।
সেনাবাহিনীর উত্তরাঞ্চলীয় কমান্ডের এক মুখপাত্র বলেছেন, রাজৌরি সেক্টরে যুদ্ধবিরতি লঙ্ঘন করে ব্যাপক গোলাগুলি করেছে পাকিস্তান। এই ঘটনায় এক সেনা শহীদ হয়েছেন। এছাড়া পোঞ্চ সেক্টরে গোলাগুলির ঘটনায় আরো দুই নারী আহত হয়েছেন। এদের মধ্যে একজনের অবস্থা আশঙ্কাজনক।
এক সেনা কর্মকর্তা জানিয়েছেন, স্থানীয় সময় সকালে ৯টায় হঠাৎ করেই সীমান্তে গোলাগুলি শুরু করে পাকিস্তান। তারা বালাকোট সেক্টরে গোলাগুলি শুরু করলে ভারতীয় সেনারা তাদের উপযুক্ত জবাব দেয়।ভাতা, আর্থিক অক্ষম মুক্তিযোদ্ধা ভাতা, ভতুর্কিতে খোলাবাজার বিক্রয়, ভিজিডি, ভিডিএফ, টিআর, কাজের বিনিময়ে খাদ্য ও প্রোগ্রাম ফর ফ্রেন্ডলি ফুড কর্মসূচি চালু রয়েছে।