মুখোশ মানুষ। সিনেমাটি নির্মাণ করেছেন তরুণ নির্মাতা ইয়াসির আরাফাত জুয়েল। সিনেমাটির কেন্দ্রীয় চরিত্রে অভিনয় করেছেন-নওশিন, হিল্লোল ও কল্যাণ কোরাইয়া। এছাড়াও বিশেষ কয়েকটি চরিত্রে অভিনয় করেছেন-বড়দা মিঠু, মিমো, প্রসূন আজাদ ও রাইজা রশিদ।
‘মুখোশ মানুষ’ সিনেমাটির গল্প গড়ে উঠেছে এ সমাজেরই বিভিন্ন ঘটনা থেকে। সমাজে এমন ঘটনা হরহামেশাই ঘটে থাকে। কিন্তু নির্মাতা চেয়েছেন ঘটনাগুলোকে সিনেমার পর্দায় তুলে আনতে। শুধু সিনেমা বানানোর জন্যই মুখোশ মানুষের জন্ম নয়। সিনেমাটির মধ্য দিয়ে সচেতন করতে চান তরুণ সমাজকে। ঠিক একই ভাবে মানুষকে সচেতন করতে চান সাইবার ক্রাইম সম্পর্কে। এটি একটি ‘এন্টি সাইবার ক্রাইম’ ক্যাম্পেইন।
এ সময়ের বেশ কিছু সত্য ঘটনার আদলে তৈরি হয়েছে মুখোশ মানুষ। কাহিনি ও সংলাপ লিখেছেন আহাদুর রহমান। আর চিত্রনাট্য লিখেছেন পরিচালক ইয়াসির নিজেই। এরই মধ্যে সেন্সর বোর্ডের ছাড়পত্র পেয়ে মুক্তির জন্য প্রস্তুত ‘মুখোশ মানুষ’। প্রযোজক এবং পরিচালকের ইচ্ছা আসছে ১৬ ডিসেম্বর প্রেক্ষাগৃহে মুক্তি দেবেন সিনেমাটি।