৩রা নভেম্বর, ২০১৬ ইং, বৃহস্পতিবার ১৯শে কার্তিক, ১৪২৩ বঙ্গাব্দ
  • প্রচ্ছদ » slider 5 » ব্রাহ্মণবাড়িয়ায় ক্ষতিগ্রস্তদের সহায়তা করবে আ. লীগ


ব্রাহ্মণবাড়িয়ায় ক্ষতিগ্রস্তদের সহায়তা করবে আ. লীগ


Amaderbrahmanbaria.com : - ০১.১১.২০১৬

আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক মাহবুবউল আলম হানিফ বলেছেন, ‘ব্রাহ্মণবাড়িয়া নাসিরনগরের ক্ষতিগ্রস্ত ধর্মীয় সংখ্যালঘুদের পাশে থাকার ঘোষণা দিয়েছে আওয়ামী লীগ।  এজন্য আমাদের একটি প্রতিনিধি দল ক্ষতিগ্রস্থ এলাকা  পরিদর্শনে গেছেন। ক্ষতির পরিমাণ জেনে আমরা তা পুষিয়ে দেওয়ার চেষ্টা করবো।’

মঙ্গলবার দুপুরে আওয়ামী লীগ সভাপতির রাজনৈতিক কার্যালয়ে দলের পক্ষে আয়োজিত সংবাদ সম্মেলনে এসব কথা জানান আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক মাহাবুবউল আলম হানিফ।

ব্রাহ্মণবাড়িয়ার ঘটনায় আইন-শৃঙ্খলা বাহিনীর কর্তব্যের অবহেলার যে অভিযোগ উঠেছে সেব্যাপারে সরকার কোনও ব্যবস্থা গ্রহণ করবে কিনা সাংবাদিকদের এমন প্রশ্নের জবাবে হানিফ বলেন, ‘নাসিরনগরের ঘটনার সঙ্গে যারা জড়িত, কেন এ ধরণের ঘটনা ঘটলো এবং কাদের কর্তব্যের অবহেলার কারণে এ ধরণের ঘটনা ঘটেছে তা তদন্ত করা হচ্ছে। তদন্তে অভিযোগ প্রমাণিত হলে আইনানুগ ব্যবস্থা নেওয়া হবে।’

মাহবুবউল আলম হানিফ বলেন, ‘আমরা প্রত্যেক ধর্মের প্রতি শ্রদ্ধাশীল। কারও ধর্ম নিয়ে আমরা কটাক্ষ সহ্য করবো না। মিথ্যাচার করে ধর্মীয় উম্মাদনা সৃষ্টি করে অন্য ধর্মের প্রতি আঘাত করা আমরা কখনোও বরদাশত করবো না। ধর্মের নামে কোনও প্রকার অরাজকতা বাংলাদেশ আওয়ামী লীগ অতীতেও প্রশ্রয় দেয়নি ভবিষ্যতেও দেবে না।’

তিনি বলেন, ‘রাসবাস দাস নামে একজনের ফেসবুক স্ট্যাটাস নিয়ে ব্রাহ্মণবাড়িয়ার নাসিরনগরে এ ধরণের ঘটনা ঘটেছে। সে দাবি করেছে কেউ তার আইডি নকল করে এ ধরণের স্ট্যাটাস দিয়েছে। কিন্তু এরপরও সে মুসলমানদের কাছে ক্ষমা চেয়েছে।  তারপরও আইনশৃঙ্খলা বাহিনী বিষয়টি তদন্তের জন্য তাকে আটক করেছে। যদি সে (রাসবাস) ইচ্ছাকৃতভাবে এটা করে থাকে তার বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া হবে।’

‘অপরাধীদের কোনও ছাড় দেওয়া হবে না’ উল্লেখ করে আওয়ামী লীগের এ নেতা বলেন, ‘অগ্নেয়াস্ত্র প্রদর্শনের অভিযোগে ছাত্রলীগ থেকে ইতোমধ্যে দুই নেতাকে বহিষ্কার করা হয়েছে। আমরা আইন-শৃঙ্খলা বাহিনীকে কঠোর নির্দেশনা দিয়েছি তাদের বিরুদ্ধে প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা নেওয়ার জন্য। আওয়ামী লীগ কখনোই সন্ত্রাসী কর্মকাণ্ড বরদাশত করে না।’





Loading...


প্রকাশকঃ মোঃ আশ্রাফুর রহমান রাসেল
সম্পাদক : বিশ্বজিত পাল বাবু
চেয়ারম্যান : আলহাজ্ব নুরুজ্জামান
ঠিকানা : ৬০৩ ফুলবাড়িয়া, ব্রাহ্মণবাড়িয়া।
email : [email protected] (news)
Phone: +880851 62307
+8801963094563


close