৩রা নভেম্বর, ২০১৬ ইং, বৃহস্পতিবার ১৯শে কার্তিক, ১৪২৩ বঙ্গাব্দ
  • প্রচ্ছদ » slider 4 » বাগেরহাটে খাদ্য বিভাগ ৮ মাস ধরে পড়ে থাকা ১১৩ টন গম নিয়ে বিপাকে


বাগেরহাটে খাদ্য বিভাগ ৮ মাস ধরে পড়ে থাকা ১১৩ টন গম নিয়ে বিপাকে


Amaderbrahmanbaria.com : - ০১.১১.২০১৬

এস.এম. সাইফুল ইসলাম কবির, বাগেরহাট  :বাগেরহাটের শরণখোলা উপজেলা খাদ্য গুদামে ৮ মাস ধরে পড়ে থাকা ১১৩ মেট্রিক টন গম নিয়ে বিপাকে পড়েছে খাদ্য বিভাগ। এ উপজেলায় রেশনিং ব্যবস্থা চালু না থাকা এবং নতুন কোনো প্রকল্প না থাকায় মজুতকৃত গম ব্যবহার করা যাচ্ছে না। ফলে, সময় যত গড়াচ্ছে গমের মানও তত দ্রুত নিম্নমুখী হচ্ছে। এক মাসের মধ্যে অপসারণ করা না হলে এ গম ব্যবহার অনুপযোগী হয়ে পড়বে বলে খাদ্য বিভাগ জানিয়েছে। খাদ্য বিভাগ সূত্র জানায়, চলতি বছরের ১৯শে ফেব্রুয়ারি ৩০০ মেট্রিক টন গম খাদ্য গুদামে মজুত করা হয়। এর মধ্যে ১২৭ মেট্রিক টন টিআর, কাবিখাসহ বিভিন্ন প্রকল্পের কাজে ব্যবহার করা হয়। বাকি ১১৩ মেট্রিক টন এভাবে অলস পড়ে থাকে গুদামে। যার বর্তমান বাজার মূল্য ৩২ লাখ ৭৭ হাজার টাকা। এখনই গমের মান মাঝামাঝি পর্যায় চলে এসেছে। আর একমাস পর এ গম আর কোনো কাজে আসবে না জানায় খাদ্য বিভাগ। শরণখোলা উপজেলা খাদ্য নিয়ন্ত্রক একেএম শহিদুল হক জানান, শরণখোলা উপজেলায় নতুন কোনো খাত না থাকায় গম ব্যবহার করা যাচ্ছে না। জেলার আটা বিক্রয়কারী ওএমএস ডিলারদের গম কেনার জন্য বহুবার অনুরোধ করা হলেও খচর বেশি পড়ার কারণে তারাও খুব একটা আগ্রহ দেখাচ্ছেন না। এ ব্যাপারে জেলা খাদ্য কর্মকর্তাকে দ্রুত ব্যবস্থা নেয়ার জন্য বলা হয়েছে। বাগেরহাট জেলা খাদ্য নিয়ন্ত্রক (ডিসিফুড) মোহাম্মদ বাবুল হোসেন জানান, শরণখোলায় বিতরণের কোনো খাত না থাকায় এবং টিআর, কাবিখা প্রকল্পে এখন টাকা দেয়ার কারণে গমগুলো আটকা পড়ে আছে। শিগগিরই ৫০ মেট্রিক টন গম জেলা ওএমএস ডিলারদের মাঝে বরাদ্দ দেয়ার চেষ্টা চলছে।





Loading...


প্রকাশকঃ মোঃ আশ্রাফুর রহমান রাসেল
সম্পাদক : বিশ্বজিত পাল বাবু
চেয়ারম্যান : আলহাজ্ব নুরুজ্জামান
ঠিকানা : ৬০৩ ফুলবাড়িয়া, ব্রাহ্মণবাড়িয়া।
email : [email protected] (news)
Phone: +880851 62307
+8801963094563


close