আন্তর্জাতিক ডেস্ক :ইসলামী সম্মেলন সংস্থার (ওআইসি) মহাসচিব আইয়াদ মাদানি পদত্যাগ করেছেন। সউদি আরব তাঁর স্থলে সাবেক সমাজকল্যাণ মন্ত্রী ইউসুফ আল ওথাইমীনের নাম প্রস্তাব করেছে।
সোমবার ওআইসি জেনারেল সেক্রেটারিয়েটের এক বিবৃতিতে একথা বলা হয়। এতে বলা হয়, মাদানি স্বাস্থ্যগত কারণে পদত্যাগ করেছেন।মুসলিম বিশ্বের ৫৬টি দেশ নিয়ে গড়া জোট ওআইসি’র ১০ম মহাসচিব ছিলেন মাদনি। তিনি ২০১৪ সালের জানুয়ারি মাসে দায়িত্ব গ্রহণ করেন।