নিউজ ডেস্ক : চট্টগ্রামের আগ্রাবাদে আধিপত্য বিস্তার নিয়ে ছাত্রলীগের দুই পক্ষের মধ্যে ব্যাপক সংঘর্ষের ঘটনা ঘটেছে। আজ মঙ্গলবার বিকেল ৫টা থেকে কয়েক ঘণ্টা ধরে থেমে থেমে এ সংঘর্ষ চলে। এ সময় বিবদমান দুটি পক্ষের মধ্যে ধাওয়া-পাল্টাধাওয়ার ঘটনা ঘটে।
সংঘর্ষ চলাকালে জসিম নামের এক ছাত্রলীগকর্মী জখম হয়েছে বলে জানায় পুলিশ। সংঘর্ষ চলাকালে ছাত্রলীগকর্মীরা অস্ত্র ও ধারালো কিরিচ ব্যবহার করে।
ডবলমুরিং থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) বশির আহমেদ খান জানান, ঘটনার পর পুলিশ পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে।
পুলিশ ও প্রত্যক্ষদর্শীরা জানায়, সাবেক ছাত্রলীগ নেতা স্থানীয় কাউন্সিলর এইচ এম সোহেল ও ছাত্রলীগের সাবেক কেন্দ্রীয় নেতা সাইফুল আলম লিমন পক্ষের কর্মীদের মধ্যে এ ঘটনা ঘটেছে। দীর্ঘদিন ধরে এলাকার আধিপত্য বিস্তার নিয়ে এর আগে আরো কয়েকবার সংঘর্ষের ঘটনা ঘটে। এর রেশ ধরে বিকেলে দুই পক্ষের মধ্যে ধাওয়া-পাল্টাধাওয়ার একপর্যায়ে ছাত্রলীগের কর্মীরা গুলি ব্যবহার করে। এ সময় দুই পক্ষের কর্মীদের হাতে অস্ত্র দেখা যায়। ঘটনার সময় আগ্রাবাদ ও আশপাশের এলাকায় আতঙ্ক ছড়িয়ে পড়ে। এনটিভি অনলাইন