৩রা নভেম্বর, ২০১৬ ইং, বৃহস্পতিবার ১৯শে কার্তিক, ১৪২৩ বঙ্গাব্দ


অক্টোবরে আইনশৃঙ্খলা বাহিনীর হাতে নিহত ২২


Amaderbrahmanbaria.com : - ০১.১১.২০১৬

নিউজ ডেস্ক: অক্টোবর মাসে সারা দেশে ২৫৪ জন খুন হয়েছে। আইনশৃঙ্খলা বাহিনীর হাতে নিহত হয়েছেন ২২ জন। আর সামাজিক সহিংসতায় খুন হয়েছেন ৫৭ জন। মানবাধিকার সংগঠন বাংলাদেশ মানবাধিকার কমিশনের অনুসন্ধান প্রতিবেদনে এ তথ্য তুলে ধরা হয়েছে। সোমবার এ প্রতিবেদনটি প্রকাশ করা হয়।

প্রতিবেদনে বলা হয়েছে যৌতুকের কারণে হত্যা করা হয়েছে ১১ জনকে, পারিবারিক সহিংসতায় হত্যা হয়েছে ২৬ জন, সামাজিক সহিংসতায় ৫৭ জন, রাজনৈতিক কারণে ৬ জন, আইনশৃঙ্খলা বাহিনীর হাতে হত্যা ২২ জন, বিএসএফের হাতে হত্যা ৫ জন, চিকিৎসকের অবহেলায় মৃত্যু ১১ জন, গুপ্তহত্যার শিকার ৭ জন, রহস্যজনক মৃত্যু ৯৫ জন, ধর্ষণের পর হত্যা ৫ জন, অপহরণের পর হত্যার শিকার হয়েছেন ৯ জন। অক্টোবর মাসে পরিবহন দুর্ঘটনায় মৃত্যু হয়েছে ১৬৯ জনের, আত্মহত্যা করেছেন ৩২ জন। অক্টোবর মাসে ধর্ষণের শিকার হয়েছেন ৫২ জন, যৌন নির্যাতনের শিকার ১১ জন, যৌতুক নির্যাতন ১৩ জন, এসিড নিক্ষেপ করা হয়েছে ৪ জনকে।

সংস্থাটি তার প্রতিবেদনে বলেছে এধরনের হত্যাকান্ড অবশ্যই আইনশৃঙ্খলা পরিস্থিতির চরম অবনতি। কমিশন এই হত্যাকান্ডের হার ব্যাপকভাবে বৃদ্ধি পাওয়ায় গভীর উদ্বেগ প্রকাশ করেছে।





Loading...


প্রকাশকঃ মোঃ আশ্রাফুর রহমান রাসেল
সম্পাদক : বিশ্বজিত পাল বাবু
চেয়ারম্যান : আলহাজ্ব নুরুজ্জামান
ঠিকানা : ৬০৩ ফুলবাড়িয়া, ব্রাহ্মণবাড়িয়া।
email : [email protected] (news)
Phone: +880851 62307
+8801963094563


close