আন্তর্জাতিক ডেস্ক : মার্কিন নির্বাচনে রিপাবলিকান দলের প্রার্থী ডোনাল্ড ট্রাম্প একের পর এক বিতর্কে জড়াচ্ছেন। তবু সাম্প্রতিক সমীক্ষায় দেখা যাচ্ছে ট্রাম্পের থেকে মাত্রা এক শতাংশ এগিয়ে রয়েছেন প্রতিদ্বন্দ্বী প্রার্থী ডেমোক্র্যাট হিলারি ক্লিনটন।
মার্কিনিদের উপর হিলারির ই–মেল বিতর্কের প্রভাবের ইঙ্গিতই যেন দিচ্ছে এ জনমত। তিনটি টিভি বিতর্কে ডোনাল্ড ট্রাম্পকে পেছনে ফেলে এগিয়ে ছিলেন হিলারি। কিন্তু এ বি সি নিউজ/ ওয়াশিংটন পোস্ট–এর করা সমীক্ষায় দেখা যাচ্ছে এখন হিলারি পক্ষে রয়েছেন ৪৬ শতাংশ মার্কিন জনগন। ট্রাম্পের পক্ষে ৪৫ শতাংশ।