আন্তর্জাতিক ডেস্ক :চীনের দক্ষিণ-পশ্চিমাঞ্চলের চোংকিং মিউনিসিপলিটির একটি কয়লা খনিতে গ্যাস বিস্ফোরণে অন্তত ১৫ জনের প্রাণহানি হয়েছে। সোমবার সকালে এ বিস্ফোরণ ঘটেছে। এতে মাটির নিচে এখনো ১৮ খনি শ্রমিক আটকা পড়েছে। স্থানীয় কর্তৃপক্ষ একথা জানায়।
ইয়ংচুয়ান জেলার লাইসু শহরের জিনশাঙ্গু কয়লা খনিতে স্থানীয় সময় বেলা ১১টা ৩০ মিনিটে এই গ্যাস বিস্ফোরণ ঘটে। এ সময় সেখানে ৩৫ শ্রমিক কর্মরত ছিল। উদ্ধারকর্মীরা দুই শ্রমিককে নিরাপদে উদ্ধার করেছে। মাটির নিচে আটকা পড়াদের উদ্ধারে দুই শতাধিক উদ্ধারকর্মী খনির ভেতর তল্লাশি চালাচ্ছে।