নিউজ ডেস্ক : গৃহকর্মী নির্যাতনের মামলায় বাংলাদেশ জাতীয় ক্রিকেট দলের সাবেক পেস বোলার শাহাদাত হোসেন ও তার স্ত্রী জেসমিন জাহান নিত্যের বিরুদ্ধে রায়ের জন্য আগামী ৬ নভেম্বর দিন ধার্য করেছেন ট্রাইব্যুনাল।
সোমবার রাষ্ট্রপক্ষ ও আসামিপক্ষের যুক্তিতর্ক উপস্থাপন শেষে ঢাকার ৫ নম্বর নারী ও শিশু নির্যাতন দমন ট্রাইব্যুনালের বিচারক তানজিনা ইসমাইল রায়ের জন্য এ দিন ধার্য করেন।
গত বছর ৬ সেপ্টেম্বর রাজধানীর কালশী এলাকা থেকে মারাত্মক আহত অবস্থায় মাহফুজা আক্তার হ্যাপী (১১) নামের এক শিশুকে উদ্ধার করে পুলিশ। এরপর জানা যায়, শিশুটি ক্রিকেটার শাহাদাতের বাসায় গৃহকর্মী হিসেবে কাজ করতো। বিষয়টি জানাজানি হতেই বাসা ছেড়ে পালিয়ে যান শাহাদাত ও তার স্ত্রী। এ ঘটনায় ওইদিন রাতেই খন্দকার মোজাম্মেল হক নামে এক সাংবাদিক বাদী হয়ে শাহাদাত ও তার স্ত্রী নিত্যকে আসামি করে একটি মামলা দায়ের করেন।
পুলিশ গত বছর ৩ অক্টোবর মালিবাগ থেকে জেসমিন আক্তার নিত্যকে গ্রেফতার করে পুলিশ। এর ঠিক দুদিন পর ৫ অক্টোবর আদালতে আত্মসমর্পন করেন শাহাদাত। বর্তমানে শাহাদাত ও নিত্য উভয়েই জামিনে আছেন।