৩রা নভেম্বর, ২০১৬ ইং, বৃহস্পতিবার ১৯শে কার্তিক, ১৪২৩ বঙ্গাব্দ


আউন লেবাননের নতুন প্রেসিডেন্ট


Amaderbrahmanbaria.com : - ৩১.১০.২০১৬

আন্তর্জাতিক ডেস্ক : সাবেক সেনাপ্রধান মাইকেল আউনকে লেবাননের প্রেসিডেন্ট পদে নির্বাচিত করেছে সেদেশের পার্লামেন্ট। এর মধ্য দিয়ে দেশটিতে প্রেসিডেন্ট পদের আড়াই বছরের শূন্যতার অবসান ঘটলো।

৮১ বছর বয়সী আউন ৮৩ জন সংসদ সদস্যের সমর্থন লাভ করেন। অবশ্য প্রেসিডেন্ট পদে জয়লাভ করতে তার প্রয়োজন ছিলো ৬৫টি ভোট।

লেবাননের সংবিধান অনুযায়ী প্রেসিডেন্ট হবেন দেশটির সংখ্যালঘু ম্যারোনাইট খ্রিস্টান সম্প্রদায় থেকে। ২০১৪ সালের মে মাসে সাবেক প্রেসিডেন্ট মাইকেল সুলায়মানের মেয়াদ শেষ হওয়ার পর থেকেই পদটি ফাঁকা ছিলো।

এরপর ৪৫টি অধিবেশনেও পরবর্তী প্রেসিডেন্ট কে হবেন? সে ব্যাপারে একমত হতে পারেনি ১২৮ সদস্যের পার্লামেন্ট।

তবে লেবাননের বৃহত্তম রাজনৈতিক জোটের নেতা সাবেক প্রধানমন্ত্রী সাদ হারিরি মাউকেল আউনকে সমর্থনের ঘোষণা দিলে পরিস্থিতির পরিবর্তন হয়। সাদ হারিরির সমর্থন পাওয়ায় প্রেসিডেন্ট নির্বাচিত হওয়ার ব্যাপারে অনিশ্চয়তা কেটে যায় আউনের।





Loading...


প্রকাশকঃ মোঃ আশ্রাফুর রহমান রাসেল
সম্পাদক : বিশ্বজিত পাল বাবু
চেয়ারম্যান : আলহাজ্ব নুরুজ্জামান
ঠিকানা : ৬০৩ ফুলবাড়িয়া, ব্রাহ্মণবাড়িয়া।
email : [email protected] (news)
Phone: +880851 62307
+8801963094563


close