প্রযুক্তি ডেস্ক : নোট ৭ ক্রেতাদের জন্য ‘হালনাগাদ কর্মসূচি’ বা ‘আপগ্রেড প্রোগ্রাম’ ঘোষণা করেছে স্যামসাং। এ কর্মসূচির আওতায় যাঁরা নোট ৭ ফেরত দিয়ে গ্যালাক্সি এস ৭ ফোন নেবেন, তাঁরা পরবর্তী সময়ে গ্যালাক্সি এস ৮ কিংবা নোট ৮ স্মার্টফোন কম খরচে কিনতে পারবেন।
বার্তা সংস্থা রয়টার্সের প্রতিবেদনে বলা হয়েছে, স্মার্টফোনের ক্রেতা ধরে রাখতে আজ সোমবার নতুন আপগ্রেড প্রোগ্রামের ঘোষণা দিয়েছে দক্ষিণ কোরিয়ার প্রতিষ্ঠানটি। আপাতত দক্ষিণ কোরিয়ায় এ প্রোগ্রাম চালু হচ্ছে। স্যামসাংয়ের বিবৃতিতে বলা হয়েছে, নোট ৭–এর বদলে যাঁরা এস ৭ বা এস ৭ এজ স্মার্টফোন নেবেন, তাঁরা আগামী বছর গ্যালাক্সি এস ৮ বা নোট ৮ নিতে পারবেন এস ৭–এর অর্ধেক দামেই।
নোট ৭ স্মার্টফোনে আগুন লাগার বেশ কিছু ঘটনার খবর প্রকাশিত হওয়ার পর নোট ৭ স্মার্টফোন উৎপাদন পুরোপুরি বন্ধ করে দিয়েছে বিশ্বের শীর্ষ স্মার্টফোন নির্মাতা স্যামসাং। নোট ৮–এর ঘোষণা দেওয়ার মাধ্যমে নোট সিরিজ চালু রাখার ঘোষণা বহাল রাখল প্রতিষ্ঠানটি। গুঞ্জন উঠেছিল, ব্র্যান্ড সুনাম ক্ষুণ্ন হওয়ার নোট ব্র্যান্ডটিকে বাদ দিতে পারে স্যামসাং।
বাজার বিশ্লেষকেরা বলছেন, নোট ৭ ফেরত নেওয়ায় স্যামসাংয়ের যে ক্ষতি হয়েছে, তা গ্যালাক্সি এস স্মার্টফোনের বিপণন ও প্রচার কৌশলের মাধ্যমে পুষিয়ে নিতে চাইছে প্রতিষ্ঠানটি।