৬ই নভেম্বর, ২০১৬ ইং, রবিবার ২২শে কার্তিক, ১৪২৩ বঙ্গাব্দ
  • প্রচ্ছদ » slider 1 » সরাইলে অনলাইন এমপিও বিষয়ক দিনব্যাপি কর্মশালা অনুষ্ঠিত
পূর্ববর্তী পানির নিচে মহেশখালী : শিশুসহ নিহত ৪, আহত শতাধিক
পরবর্তী এসআই পদে লিখিত পরীক্ষার জন্য উত্তীর্ণ ২৬৪৫৭


সরাইলে অনলাইন এমপিও বিষয়ক দিনব্যাপি কর্মশালা অনুষ্ঠিত


Amaderbrahmanbaria.com : - ৩০.০৭.২০১৫

সরাইল  প্রতিনিধিঃ সরাইলে অনলাইন এমপিও বিষয়ক দিনব্যাপি কর্মশালা অনুষ্ঠিত হয়েছে। বৃহস্পতিবার সকাল ১০টা থেকে উপজেলা মাধ্যমিক শিক্ষা অফিসের উদ্যোগে স্থানীয় অন্নদা সরকারী উচ্চ বিদ্যালয়ে দিনব্যাপি এ কর্মশালার উদ্বোধন করেন ব্রাহ্মণবাড়িয়া জেলা সহকারী শিক্ষা কর্মকর্তা মোজাফফর হোসেন। সরাইল উপজেলা মাধ্যমিক শিক্ষা কর্মকর্তা সহিদ খালেদ জামিলের সার্বিক তত্বাবধানে অনুষ্ঠিত উক্ত কর্মশালায় প্রশিক্ষক হিসেবে উপস্থিত ছিলেন ব্রাহ্মণবাড়িয়া সদর উপজেলার মাধ্যমিক শিক্ষা অফিসার জীবন ভট্টাচার্য, বিজয়নগর উপজেলা মাধ্যমিক শিক্ষা কর্মকর্তা মো: সায়েদুর রহমান, আখাউড়া উপজেলার মাধ্যমিক শিক্ষা কর্মকর্তা দেলোয়ার হোসেন, নাসিরনগর উপজেলার মাধ্যমিক শিক্ষা কর্মকর্তা মাকসুদুর রহমান, উপজেলা একাডেমিক সুপারভাইজার আয়েশা বেগম। উক্ত কর্মশালায় সরাইল উপজেলার এমপিওভুক্ত ২০টি শিক্ষা প্রতিষ্ঠানের প্রধানগণ ও কম্পিউটারে দক্ষ প্রত্যেক প্রতিষ্ঠানের একজন করে সহকারী শিক্ষকসহ মোট ৪০জন শিক্ষক অংশ গ্রহন করেন। পরে সরাইল উপজেলার সদ্য বিদায়ী বিজয়নগর উপজেলার বর্তমান মাধ্যমিক শিক্ষা কর্মকর্তা মো: সায়েদুর রহমানকে আনুষ্ঠানিক বিদায়  ও সরাইল উপজেলায় যোগদানকারী মাধ্যমিক কর্মকর্তা সহিদ খালেদ জামিলকে বরণ করা হয়। সরাইল কলেজের অধ্যক্ষ মৃধা আহমেদুল কামালের সভাপতিত্বে ও শাহবাজপুর বহুমুখী উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক মোহাম্মদ আলীর সঞ্চালনায় অনুষ্ঠিত উক্ত অনুষ্ঠানে বক্তব্য রাখেন সরাইল পাইলট বালিকা উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক মো: আইয়ূব খান, অরুয়াইল বহুমুখী উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক শেখ সাদী, চুন্টা এ সি একাডেমির প্রধান শিক্ষক হাবিবুর রহমান, বিজয়নগর বুল্লা উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক জিয়াউর রহমান চৌধুরী, সরাইল উপজেলা মাধ্যমিক শিক্ষা অফিসের ডাটা  এন্ট্রি অপারেটর মো: আবুল হাশেম প্রমুখ।

 





Loading...


প্রকাশকঃ মোঃ আশ্রাফুর রহমান রাসেল
সম্পাদক : বিশ্বজিত পাল বাবু
চেয়ারম্যান : আলহাজ্ব নুরুজ্জামান
ঠিকানা : ৬০৩ ফুলবাড়িয়া, ব্রাহ্মণবাড়িয়া।
email : [email protected] (news)
Phone: +880851 62307
+8801963094563


close