দেখে নিন বিপিএলে সবচেয়ে দামী ২৫ ক্রিকেটারের মূল্য
নিউজ ডেস্ক।। সাধারণত এসকল টি-টোয়েন্টি লিগে দেশি খেলোয়ারদের দামই বেশি থাকে। কিন্তু বিপিএলে সম্পূর্ণই এর ব্যতিক্রম। বিপিএলে দেশি এ ক্যাটাগরির মূল্য বিদেশি সি ক্যাটাগরির মূল্যার যেকোনো খেলোয়ারের সমান। তাই এবারের বিপিএলে বিদেশি খেলোয়ারদের দামটাই বেশি। এক নজর বিপিলে বিদেশি ক্রিকেটারদের ড্রাফট মূল্য দেখে নিন
শহিদ আফ্রিদি- ২ লাখ ইউএস ডলার বা ১ কোটি ৭০ লাখ টাকা (কুমিল্লা ভিক্টোরিয়ান্স)এভিন লুইস- ২ লাখ ইউএস ডলার বা ১ কোটি ৭০ লাখ টাকা (কুমিল্লা ভিক্টোরিয়ান্স) থিসারা পেরেরা- ১ লাখ ৫০ হাজার ইউএস ডলার বা ১ কোটি ২৫ লাখ টাকা (কুমিল্লা ভিক্টোরিয়ান্স)
লাসিথ মালিঙ্গা- ১ লাখ ৫০ হাজার ইউএস ডলার বা ১ কোটি ২৫ লাখ টাকা (খুলনা টাইটান্স)। রবি বোপারা- ১ লাখ ইউএস ডলার বা ৮৪ লাখ টাকা (রংপুর রাইডার্স)। রাইলি রুশো- ১ লাখ ইউএস ডলার বা ৮৪ লাখ টাকা (রংপুর রাইডার্স)।
ইয়াসির শাহ- ৭৫ হাজার ইউএস ডলার বা ৭৩ লাখ টাকা(খুলনা টাইটান্স)। মোহাম্মদ ইরফান- ৭৫ হাজার ইউএস ডলার বা ৭৩ লাখ টাকা (সিলেট সিক্সার্স)। বেনি হাওয়েল- ৫০ হাজার ইউএস ডলার বা ৪২ লাখ টাকা (রংপুর রাইডার্স)।
ইয়ান বেল- ৫০ হাজার ইউএস ডলার বা ৪২ লাখ টাকা (ঢাকা ডায়নামাইটস)। ক্যামরন ডেলপোর্ট – ৫০ হাজার ইউএস ডলার বা ৪২ লাখ টাকা (চিটাগং ভাইকিংস)। দাসুন শানাকা- ৫০ হাজার ইউএস ডলার বা ৪২ লাখ টাকা (চিটাগং ভাইকিংস)
জহির খান- ৫০ হাজার ইউএস ডলার বা ৪২ লাখ টাকা (খুলনা টাইটান্স)। ব্রেন্ডন টেইলর- ৫০ হাজার ইউএস ডলার বা ৪২ লাখ টাকা (খুলনা টাইটান্স)। রায়ান টেন ডেসকাট – ৫০ হাজার ইউএস ডলার বা ৪২ লাখ টাকা (রাজশাহী কিংস)
সিকুগে প্রসন্ন- ৫০ হাজার ইউএস ডলার বা ৪২ লাখ টাকা (রাজশাহী কিংস)। গুলাবউদ্দীন নাইব- ৫০ হাজার ইউএস ডলার বা ৪২ লাখ টাকা (সিলেট সিক্সার্স)। আন্দ্রে ফ্লেচার- ৫০ হাজার ইউএস ডলার বা ৪২ লাখ টাকা (সিলেট সিক্সার্স)
নিকোলাস পুরান- ৫০ হাজার ইউএস ডলার বা ৪২ লাখ টাকা (সিলেট সিক্সার্স)। আমির ইয়ামিন- ৩০ হাজার ইউএস ডলার বা ২৫ লাখ টাকা (কুমিল্লা ভিক্টোরিয়ান্স)। অ্যান্ড্রু বির্চ – ৩০ হাজার ইউএস ডলার বা ২৫ লাখ টাকা (ঢাকা ডায়নামাইটস)
শেরফান রাদারফোর্ড- ৩০ হাজার ইউএস ডলার বা ২৫ লাখ টাকা (খুলনা টাইটান্স)। মোহাম্মদ সামি- ৩০ হাজার ইউএস ডলার বা ২৫ লাখ টাকা (রাজশাহী কিংস)। ইসুরু উদানা- ৩০ হাজার ইউএস ডলার বা ২৫ লাখ টাকা (রাজশাহী কিংস)
লরি ইভান্স- ৩০ হাজার ইউএস ডলার বা ২৫ লাখ টাকা (রাজশাহী কিংস)। ফাবিয়ান অ্যালেন- ৩০ হাজার ইউএস ডলার বা ২৫ লাখ টাকা (সিলেট সিক্সার্স)
উল্লেখ্য, ডি ভিলিয়ার্স, গেইল, রাসেলদের ড্রাফটের বাহিরে চুক্তি করায় তাদের মূল্য সঠিক জানা যায়নি। কিন্তু বিশ্বস্ত এক সুত্রে জানা গেছে তারা সকলে ২ কোটি টাকা বা এর বেশি করে নিয়েছেন।