দিল্লিতে বন্ধ হচ্ছে প্রাইভেট কার
অনলাইন ডেস্ক : সব ধরনের প্রাইভেট কার চলাচল বন্ধ করে দিচ্ছে ভারতের রাজধানী নয়াদিল্লি। ভারতীয় সংবাদমাধ্যম এনডিটিভি’র এক প্রতিবেদনে বলা হয়েছে, বায়ুদূষণ কমাতে এ ধরনের পদক্ষেপ নিতে যাচ্ছে দেশটির সরকার।
ভারতের ঊর্ধ্বতন একজন পরিবেশ কর্মকর্তা জানান, দিল্লিতে প্রাইভেট কার বন্ধ করা সম্ভব হলে কিছুটা হলেও বিষাক্ত বায়ুর পরিমাণ কমে যাবে। দিল্লিতে বিষাক্ত বায়ুর পরিমাণ প্রবলহারে বাড়ছে বলেও উল্লেখ করেন তিনি।
দেশটির পরিবেশ দূষণ নিয়ন্ত্রণ সংস্থার চেয়ারম্যান ভুর লাল জানান, দিল্লিতে বায়ূদূষণ পরিস্থিতি আর খারাপের দিকে যাবে না বলেই মনে হচ্ছে। তবে যদি খুব খারাপ পর্যায়ে চলে যায়, তাহলে দিল্লিতে অবশ্যই প্রাইভেট কার বন্ধ করতে হবে।
তিনি আরো বলেন, এ ব্যাপারে আমাদের যে কমিটি আছে; তারাই আমাকে পরামর্শ দিয়েছে প্রাইভেট কার বন্ধ করে দেওয়ার ব্যাপারে।