‘চা দাবি করেছিলাম, প্রধানমন্ত্রী খাওয়াবেন ডিনার’
দেশবাসীর কপাল খুলে গেছে বলে মন্তব্য করেছেন গণস্বাস্থ্য কেন্দ্রের প্রতিষ্ঠাতা ও জাতীয় ঐক্যফ্রন্টের অন্যতম নেতা ডা. জাফরুল্লাহ চৌধুরী।তিনি বলেছেন, ‘আমরা (ঐক্যফ্রন্ট) চা খাওয়ানোর দাবি করেছিলাম, তিনি (প্রধানমন্ত্রী) ডিনার করাবেন। আমাদের কপাল খুলে গেছে। দেশবাসীর কপালও খুলে গেছে।’
মুক্তিযোদ্ধা নঈম জাহাঙ্গীরের নাগরিক ঐক্যে যোগদান উপলক্ষে মঙ্গলবার (৩০ অক্টোবর) নাগরিক ঐক্য কর্তৃক আয়োজিত আলোচনা সভায় এসব জাফরুল্লাহ চৌধুরী এসব কথা বলেন। রাজধানীর তোপখানা সড়কের বাংলাদেশ শিশু কল্যাণ পরিষদের মিলনায়তনে এর আয়োজন হয়। অনুষ্ঠানে নাগরিক ঐক্যের আহ্বায়ক মাহমুদুর রহমান মান্নাসহ অন্যান্য অতিথিরা বক্তব্য রাখেন।
উল্লেখ্য, এর আগে রোববার প্রধানমন্ত্রীর সঙ্গে সংলাপ করতে চেয়ে চিঠি দেয় ঐক্যফ্রন্ট। পরে সোমবার সংবাদ সম্মেলনে সংলাপের কথা নিশ্চিত করেন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের। মঙ্গলবার সকালে আনুষ্ঠানিকভাবে প্রধানমন্ত্রী স্বাক্ষরিত সংলাপের চিঠি ড কামাল হোসেনের কাছে হস্তান্তর করেন আওয়ামী লীগের দপ্তর সম্পাদক ড আব্দুস সোবহান গোলাপ। সেখানে আগামী বৃহস্পতিবার আলোচনায় বসার সময় দেয়া হয়েছে।
সূত্র: বিডি২৪লাইভ