যতদিন বেঁচে থাকবো এই একটা প্রশ্ন থাকবেই : আশরাফুল
স্পোর্টস ডেস্ক: দেখতে দেখতে পাঁচ বছর কেটে গেছে। নিষেধাজ্ঞা কাটিয়ে ফের ঘরোয়া ক্রিকেটে খেলেছেন আশরাফুল। শাস্তির পূর্ণ মেয়াদ শেষে এবার আবারও বিপিএলের দুয়ারে সর্বকনিষ্ঠ টেস্ট সেঞ্চুরিয়ান। গতকাল বিপিএলের ষষ্ঠ আসরের ড্রাফটে আশরাফুলকে দলে টেনেছে চিটাগং ভাইকিংস।গতকাল আশরাফুল বলেন, জাতীয় দলে ফেরার স্বপ্ন বাস্তবায়নে বিপিএল বড় সুযোগ। তার আশা, অতীত ঘটনা প্রভাব ফেলবে না নিজের পারফরম্যান্সে। তবে বিপিএলে ফিক্সিংয়ের অপরাধ মৃত্যুর পরও তার পিছু ছাড়বে না। একটা প্রশ্ন সবসময়ই তাড়িয়ে বেড়াবে তার নামকে।
বিপিএলে সুযোগ পাওয়ার প্রতিক্রিয়ায় আশরাফুল বলেন, ‘খুবই ভালো লাগছে। কারণ এটা আন্তর্জাতিক মানের টুর্নামেন্ট। এখানে ভালো ক্রিকেট খেলতে পারলে কাজে লাগবে। যেহেতু আমার স্বপ্ন আছে যে, আবার বাংলাদেশ দলে খেলবো। এখানে ভালো করলে কাজটা সহজ হবে আর কি।’আশরাফুল বলেন, ‘আশাবাদী ছিলাম। সিলেট থেকে হয়তোবা ডাকবে আভাস পেয়েছিলাম। তবে ভালো লাগছে যে চিটাগংয়ে সুযোগ পেয়েছি। আমি আগে থেকেই চাইতেছিলাম চিটাগংয়ে সুযোগ হলে আমার জন্য ভালো। কারণ এখানে আমার সুযোগটা বেশি থাকবে খেলার। সবমিলিয়ে ইতিবাচক ছিলাম।’
তিন আসর বিরতির পর বিপিএল খেলতে নামবেন আশরাফুল। তিনি মনে করেন, ফিক্সিংয়ের সেই ঘটনা সবসময় তার নামের সঙ্গে লেপ্টে থাকবে। তখন আশরাফুলের সঙ্গে তার দল ঢাকা গ্ল্যাডিয়েটরসও নিষিদ্ধ হয়েছিল। গত ১৩ আগস্ট শেষ হয় তার পাঁচ বছর নিষেধাজ্ঞার পূর্ণ মেয়াদ। তার আগে ২০১৬ সালের আগস্ট থেকে ঘরোয়া ক্রিকেটে খেলার অনমুতি পেয়েছিলেন তিনি।ডানহাতি এই ব্যাটসম্যান আরো বলেন, ‘এগুলো আসলে থাকবেই। একটা প্রশ্ন থাকবেই। মরার আগ পর্যন্ত বা মরার পরও এই প্রশ্ন থাকবেই। যে ঘটনার জন্য বাদ পড়ছি, এটা থাকবেই যতদিন বেঁচে থাকবো।’