ব্রাহ্মণবাড়িয়া সদর হাসপাতাল রোড ব্যবসায়ী কমিটির সভাপতি মোনাব্বর আলী খাদেম পিপলুর মৃত্যুতে কমিটি নেতৃবৃন্দের শোক
ব্রাহ্মণবাড়িয়ার হাসপাতাল রোড ব্যবসায়ী কমিটির সভাপতি পপুলার ডায়াগনষ্টিক সেন্টারের সত্বাধিকারী, ব্রাহ্মণবাড়িয়া হোমিওপ্যাথিক কলেজের ভাইস প্রিন্সিপাল, ডাঃ মোনাব্বর আলী খাদেম পিপলুর মৃত্যুতে হাসপাতাল রোড ব্যবসায়ী কমিটি গভীর শোক প্রকাশ করে শোকসন্তপ্ত পরিবারের প্রতি সমবেদনা ও মরহুমের রুহের মাগফেরাত কামনা করেছেন। রোড কমিটির সাধারণ সম্পাদক আবু কাউসার আল মামুন এবং কমিটির নূরে আলম সিদ্দিকী,আবু জাহের,গুলশানুল হক, সোহরাব কামাল, মোশাররফ হোসেন,দ্বীন ইসলাম,আজিজুল হক,মনিরুল ইসলাম, তানভীর হোসেন সহ ব্যবসায়ী নেতৃবৃন্দ শোক বিবৃতিতে জানান, ব্যবসায়ী কমিটির সভাপতি মোনাব্বর আলী খাদেম পিপলু জীবদ্দশায় ব্যবসায়ী ঐক্য সম্প্রীতিতে কল্যাণে নানামুখী অবদান রেখে গেছেন। ব্যবসায়ী কমিটির কার্যক্রমে উনার অবদান স্মরনীয় হয়ে থাকবে। এদিকে ব্যবসায়ী কমিটির সভাপতির মৃত্যুতে শোক পালনে আজ ২৭ জুন বুধবার হাসপাতাল রোডের ব্যবসায়ী প্রতিষ্ঠান সমুহ ভোর ৬ টা থেকে বেলা ১১ টা পর্যন্ত বন্ধ থাকবে ।
এ জাতীয় আরও খবর
