‘গণতন্ত্র থাকলে সমাবেশের অনুমতির প্রয়োজন হতো না’
---
নিজস্ব প্রতিবেদক : বিএনপির সিনিয়র যুগ্ম-মহাসচিব অ্যাডভোকেট রুহুল কবির রিজভী বলেছেন, দেশে প্রকৃত গণতন্ত্র থাকলে সমাবেশের জন্য অনুমতির কোনো প্রয়োজন হতো না।
শুক্রবার সকালে জিরো পয়েন্টে শহীদ নূর হোসেন চত্বরে ফুলের শুভেচ্ছা জানাতে গিয়ে তিনি এ কথা বলেন।
রিজভী আহমেদ বলেন, ওবায়দুল কাদের আগে রাজনীতি করতেন, কিন্তু সাধারণ সম্পাদক হওয়ার পরে তিনি ইনিয়ে-বিনিয়ে মিথ্যা কথা বলতে বলতে চারণ কবি হয়ে গেছেন। জনগণ তার সব কথা এখন তামাশা মনে করে। তিনি একজন হাইব্রিড (উচ্চ ফলনশীল) মিথ্যাবাদী।
তিনি বলেন, বিএনপির চেয়ারপারসন বেগম খালেদা জিয়ার গাড়িবহরে কারা হামলা করেছে জনগণ দেখেছে। গণমাধ্যমের কর্মীরা কি বিএনপি করে তাদের গাড়িতে হামলা কেন? ওবায়দুল কাদের অনেক কথা বলেন তিনি মিথ্যা ছাড়া সত্য কথা বলা ভুলে গেছেন এখন সত্যাটা আর খুঁজে পাননা।