আইএসের হামলা সত্ত্বেও খবর পড়লেন উপস্থাপক !
---
আন্তর্জাতিক ডেস্ক :টিভি স্টেশনে হামলার পরপরই খুব ঠান্ডা মাথায় সংবাদ উপস্থাপন করে দর্শকদের তাক লাগিয়ে দিলেন এক আফগান সাংবাদিক। স্থানীয় সময় মঙ্গলবার পারউইজ সাপি নামের সেই দুঃসাহসী সাংবাদিক শান্ত গম্ভীর স্বরে তার শামশাদ টিভি চ্যানেলের ক্যামেরায় ঘোষণা করলেন, ‘হামলা সমাপ্ত’।
তার ক’মিনিট আগে আইএস এর প্রচন্ড হামলায় বিধ্বস্ত হয় রাজধানী কাবুলের সেই টিভি স্টেশন। পুলিশের ছদ্মবেশে ঢুকে পড়া সন্ত্রাসীদের হামলায় এক নিরাপত্তা কর্মী নিহত হন। গুরুতর আহত হন আরো ২৪ জন।
এ দিন সহকর্মীদের বাঁচাতে গিয়ে হাত ভেঙে ফেলা সাপি টিভি সেটের সামনে বসে বলেন, আসসালামু আলাইকুম। ভবনের সকল স্টাফ সদস্যদের উদ্ধার করা হয়েছে। আমার সবাই আবার কাজে ফিরেছি।
জানা যায়, এক আত্মঘাতী হামলায় ভবনের প্রধান গেট গুড়িয়ে দিয়ে ভারী অস্ত্র হাতে অভাবনীয় আক্রমণ চালায় আইএস জঙ্গীরা। এরপর চার ঘন্টাব্যাপী বন্দুকযুদ্ধ শেষে ওই টিভি স্টেশনের সবাইকে উদ্ধার করে আফগান পুলিশ।
এমন ভূমিকার জন্য বিশ্বজুড়ে ব্যাপক প্রশংসিত হচ্ছেন সাপি।