g হিরন্ময় যুগল অধ্যাপক একেএম হারুনুর রশীদ ও দিলারা হারুন | AmaderBrahmanbaria.Com – আমাদের ব্রাহ্মণবাড়িয়া

রবিবার, ১২ই নভেম্বর, ২০১৭ ইং ২৮শে কার্তিক, ১৪২৪ বঙ্গাব্দ

হিরন্ময় যুগল অধ্যাপক একেএম হারুনুর রশীদ ও দিলারা হারুন

AmaderBrahmanbaria.COM
নভেম্বর ৭, ২০১৭
news-image

---

“অনেক রক্তে গড়া এই স্বদেশ , অনেক রয়েছে ঋণ”লিখেছিলেন প্রিয় শিক্ষক প্রয়াত একেএম হারুনুর রশীদ। স্বদেশের জন্য ,মাটি ওমানুষের জন্য যাঁরা ছিলেন নিবেদিত তাঁদের ঋণ ও শোধ হবার নয়। হিরন্ময় শব্দটির ব্যবহার শিখেছি হারুন স্যারের কাছ থেকেই ব্রাহ্মণবাড়িয়ার কাউতুলীতে শহীদ বুদ্ধিজীবিদের জন্য সৌধ নির্মাণ হেয়েছে এর নামকরণ হবে , হারুন স্যার নাম দিলেন“ সৌধ হিরন্ময়”। পাশে থেকে স্যারের এমন নানা ঘটনার সাক্ষী হয়ে আছি। ব্রাহ্মণবাড়িয়ার ইতিহাসে হিরাময় যুগল হচ্ছে হারুন স্যার এবং দিলারা আপা।

হারুণ স্যার ছিলেন একজন বীর মুক্তিযোদ্ধা, যুদ্ধকালীন সময়ে ব্রাহ্মণবাড়িয়ার একটি বেতার কেন্দ্র তিনি পরিচালনা করেছিলেন,তিনি একজন ছাত্রদের প্রিয় শিক্ষক, সংস্কৃতিসেবীদের অনন্য অভিভাবক, শিশূ সংগঠক অসাধারণ প্রতিভার একজন কবি লেখক নাট্যকার শিল্পী। অন্যদিকে উনার স্ত্রী দিলারা হারুণ ছিলেন রণাঙ্গনের বীর মুক্তিযোদ্ধা, সংস্কৃতিসেবী, যন্ত্র শিল্পী,নারী অধিকার আদায়ে রাজপথের লড়াকু নেত্রী,কৃষক শ্রমিক মেহনতি মানুষের নেত্রী, সমবায় আন্দোলনের পথিকৃত একজন মমতাময়ী শিশু সংগঠক। এইযুগলের বাড়িটি মৌলভীপাড়ার কবিতাঙ্গন হারিয়ে গেছে প্রায়।তাঁদের স্মৃতি নতুন প্রজন্ম জানার মতো কোন নিদর্শনও নেই।

অথচ নানাজনের নামেই নানা কিছু হচ্ছে ব্রাহ্মণবাড়িয়ায় । অলিগলি পথ প্রস্তর নানাকিছুতেই। তাঁদের জন্য আমাদের কি কিছু করার নেই? এই প্রশ্ন তাঁদের কাছে যারা ছিলেন তাঁদের নানা কিছুর সাক্ষী, যাঁরা তাঁদের উৎসাহ অণুপ্রেরণা , নেতৃত্ব দীক্ষা পেয়ে সমাজজীবনে ,রাজনীতির মাঠে, সাহিত্য সংস্কৃতি অঙ্গনে আলোকিত হয়ে আছেন। অনন্য এই হিরন্ময় যুগলকে আগামীর কাছে স্মরণীয় রাখতে কিছু একটা কেউ করবেন এই বিশ্বাস করি।

এ জাতীয় আরও খবর

  • ব্রাহ্মণবাড়িয়া খালেদা জিয়া সরকার বিরোধী আন্দোলনের আহ্বান
  • কুইটোর গান যেন ‘ওল্ড ম্যাকডোনাল্ড
  • মরুর পথে দুধের ঝর্ণা
  • সর্বকালের নিষ্ঠুরতম শাসকদের কথা
  • নেফারতিতির সমাধি
  • হিটলারের গোপন প্রজেক্ট : কয়েক যুগ পরের প্রযুক্তির জন্ম যেখানেহিটলারের গোপন প্রজেক্ট : কয়েক যুগ পরের প্রযুক্তির জন্ম যেখানে
  • তাজমহল ইতিহাস
  • জর্ডানে প্রিয় নবী মুহাম্মদ (সা.), বৃক্ষটি ১ হাজার ৫০০ বছরের ইতিহাস বলে যাচ্ছে
  • ঘুরে আসুন নয়নাভিরাম নিঝুম দ্বীপঘুরে আসুন নয়নাভিরাম নিঝুম দ্বীপ
  • যে মেয়ে খালি চোখে শরীরের ভিতর দেখতে পায়
  • পৃথিবীর প্রথম খুন!
  • ৫৭ তলা ভবন মাত্র ১৯ দিনে!