স্পোর্টস ডেস্ক :ইংল্যান্ডের বিপক্ষে টেস্ট সিরিজে বাংলাদেশ অনেক কিছুই পেয়েছে। এদের মধ্যে উল্লেখযোগ্য মেহেদী হাসান মিরাজের ১৯ উইকেট, সাকিব আল হাসানের ১১ উইকেট, তামিম ইকবালের ২৩১ রান, তাইজুলের কিপটেমি বোলিং, সাব্বিরের দায়িত্বশীল ইনিংস।
ঢাকা টেস্ট জয় তো সবারই উপরেই। আইসিসি টেস্ট র্যাঙ্কিংয়ের চতুর্থ দল ইংল্যান্ডকে হারিয়েও জাতীয় দলের কোচ চন্ডিকা হাথুরুসিংহের মন খারাপ। তার মতে সিরিজ জয়ের সূবর্ণ সুযোগটি হাতছাড়া করেছে বাংলাদেশ! শিষ্যদের নিয়ে তার গর্বের শেষ নেই। কিন্তু চট্টগ্রাম টেস্টের ফল নিয়ে আক্ষেপে পুড়ছেন কোচ।
ঢাকা টেস্ট জয় শেষে ড্রেসিং রুমের সামনে কোচ হাথুরুসিংহে গণমাধ্যমকে বলেন,‘২-০ হতেও পারত। আমি আশাবাদী ছিলাম।আমরা ভালো করেছি। আমাদের যদি অনেক অভিজ্ঞতা থাকত তাহলে আমরা২-০ তে জিততেও পারতাম।কিছু অবস্থায় কিভাবে জিততে হয় আমরা জানি না।’
চট্টগ্রামে মাত্র ২২ রানে স্বপ্নভঙ্গ হয়েছিল বাংলাদেশের। জয়ের জেদটা হয়ত তখন থেকেই চেপে বসে বাংলাদেশের উপর। ঢাকা টেস্টেও ভুল-ভ্রান্তি করেছিল বাংলাদেশ। ব্যাটসম্যানদের পারফরম্যান্স চাপা পড়েছে বোলারদের অসাধারণ পারফরম্যান্সে। সব মিলিয়ে কোচ শিষ্যদের পারফরম্যান্সে সন্তুষ্ট।
বোলারদের পারফরম্যান্স নিয়ে কোচ বলেন,‘সাকিব, মিরাজ এবং তাইজুল দারুণ বোলিং করেছিল প্রথম ইনিংসে। দ্বিতীয় ইনিংসেও তারা নিখুঁত বোলিং করেছে। উইকেট স্পিনারদের সাহায্য করছিল। বোলাররা ভালো জায়গায় বোলিং করেছে এবং তারা ইংল্যান্ডের ব্যাটসম্যানদের উড়িয়ে দিয়েছে।’
ইংল্যান্ড ক্রিকেট দল বাংলাদেশ সফর করায় সফরকারী দলকে ধন্যবাদ জানিয়ে কোচ বলেন,‘আমি খুশি যে তারা এখানে এসেছিল। দুইটা টেস্ট ম্যাচ খেলেছে। আমি ধন্যবাদ জানাই, বাংলাদেশের নিরাপত্তা বাহিনীকে আমাদের এমন সুযোগ করে দেয়ার জন্য। কারণ গোটা সিরিজ কোনো ঘটনা ছাড়াই সম্পন্ন হয়েছে।’