৪ঠা নভেম্বর, ২০১৬ ইং, শুক্রবার ২০শে কার্তিক, ১৪২৩ বঙ্গাব্দ


ধন্যবাদ, আবার আসবেন !


Amaderbrahmanbaria.com : - ৩১.১০.২০১৬

বাংলার শেষ নবাব সিরাজদ্দৌলা তাঁর শেষ টেস্টের আগের সংবাদ সম্মেলনে কী বলেছিলেন, মনে আছে তো? সেই অমর বাণী কে ভুলবে! তিনি বলেছিলেন, ‘বাংলার আকাশে আজ দুর্যোগের ঘনঘটা! কে তাঁকে আশা দেবে, কে দেবে ভরসা!’

সিরাজদ্দৌলা নিশ্চয়ই আজ মুচকি হাসছেন। কেননা, তাঁর উত্তরসূরিরা যে আজ কেবল আশা দিয়েই বসে নেই; ‘ব্রিটিশ’দের লাল ‘স্যালুট’ দিয়ে আবার এই বাংলায় ফিরে আসার উষ্ণ আমন্ত্রণ জানিয়ে দিল!

মেহেদী হাসান মিরাজনামের মধ্যে কী আশ্চর্য মিল দেখুন—সিরাজ আর মিরাজ। সিরাজ সেবার হয়তো পারেননি। কিন্তু সদ্যই আঠারো পেরোনো মিরাজ বীরবিক্রমে প্রতিহত করলেন ইংলিশদের। নামের ক্ষেত্রে আরেকটা মিল দেখুন—সাকিব আল ‘হাসান’ আর মেহেদী ‘হাসান’। এই হাসান ব্রাদার্সের হাতেই কুপোকাত নিরাপত্তা নিয়ে সদা ত্রস্ত দলটি। তবে সেই সত্যটাও আবার প্রতিষ্ঠিত হলো, বাংলাদেশের মানুষ বড় অতিথিপরায়ণ। ইংলিশদের কাছ থেকে বাংলার বাঘেরা শিখেছে, কী করে উদ্‌যাপন করতে হয়। সেটারই বিনিময়েই হয়তো সাকিব আল হাসান শেষ টেস্টের শেষ দিনে ঠুকে দিলেন সেই অনিন্দ্যসুন্দর ‘স্যালুট’! সত্যিই না বলে উপায় নেই, ‘ধন্যবাদ, আবার আসবেন!’





Loading...


প্রকাশকঃ মোঃ আশ্রাফুর রহমান রাসেল
সম্পাদক : বিশ্বজিত পাল বাবু
চেয়ারম্যান : আলহাজ্ব নুরুজ্জামান
ঠিকানা : ৬০৩ ফুলবাড়িয়া, ব্রাহ্মণবাড়িয়া।
email : [email protected] (news)
Phone: +880851 62307
+8801963094563


close