২রা নভেম্বর, ২০১৬ ইং, বুধবার ১৮ই কার্তিক, ১৪২৩ বঙ্গাব্দ
পূর্ববর্তী ওজন কমাতে সাহায্য করবে ভিনেগার!
পরবর্তী মাত্র ৬টি ঘরোয়া উপায়ে দূর করুন গর্ভকালীন রক্ত স্বল্পতা


ভায়াগ্রার চেয়েও শক্তিশালি যে কফি


Amaderbrahmanbaria.com : - ১৯.১০.২০১৬

মালয়েশিয়া ভিত্তিক কম্পানি স্টিফ বুল হারবাল কফি একটি তাৎক্ষণিক হারবাল কফি পাউডার বিক্রি করে। এই কফি পুরুষদের যৌন সক্ষমতা বাড়ানোর জন্য তৈরি করা হয়েছে বলে জানায় কম্পানিটি। এই কফিতে বেশ কিছু উত্তেজক উপাদান যুক্ত করা হয়েছে। এর একটি হলো টঙ্গকাট আলি। মালয়েশিয়া এবং এর আশেপাশের এলাকায় উৎপন্ন হয় এই অতিরঞ্জিত কামোদ্দীপক প্রাকৃতিক খাদ্য উপাদানটি।
ম্যাকা রুট, একটি দক্ষিণ আমেরিকান উদ্ভিদ যা ব্রোকোলির সঙ্গে সংশ্লিষ্ট। এর মধ্যেও যৌন উদ্দীপক উপাদান থাকতে পারে। আরেকটি দক্ষিণ আমেরিকান উদ্ভিদ হলো গুয়ার্না। কফি বীজের চেয়েও দ্বিগুন ক্যাফেইন আছে এতে।
স্টিফ বুলের ওয়েবসাইটে বলা হয়েছে, এই উপাদানগুলো এশিয়া এবং দক্ষিণ আমেরিকার মানুষেরা শত শত বছর ধরে ব্যবহার করে আসছেন। যৌন স্বাস্থ্য, ইন্দ্রিয় এবং সার্বিকভাবে স্বাস্থ্যের উন্নতি সাধনের জন্য এই উপাদানগুলো ব্যবহৃত হয়। কম্পানিটি দাবি করেছে তাদের কফির প্রভাব দুই থেকে তিন বছর পর্যন্ত স্থায়ী হতে পারে।
তবে যুক্তরাষ্ট্রের ফুড অ্যান্ড ড্রাগ অ্যাডমিনিস্ট্রেশনের পরীক্ষাগারের এক বিশ্লেষণে দেখা গেছে, পণ্যটিতে ডিসমেথাইল কার্বোডিনাফিল নামের একটি উপাদানও রয়েছে। পণ্যটি প্যাকেটজাত করার সময় অবশ্য কম্পানি এই উপাদানটির কথা প্যাকেটের গায়ে লিখতে ভুলে গেছে।
ডিসমেথাইল কার্বোডিনাফিল এর কাঠামো অনেকটাই ভায়াগ্রার প্রধান উপাদান সিলডেনাফিল এর মতো। এফডিএ এর মতে এই অঘোষিত উপাদানটি কিছু ওষুধে থাকা নাইট্রেটের মতোও কাজ করতে পারে। যা রক্তচাপ বিপজ্জনকভাবে কমিয়ে দিতে পারে। ডায়াবেটিস, উচ্চ রক্তচাপ, উচ্চ কোলোস্টেরল বা হৃদরোগে আক্রান্ত পুরুষরা প্রায়ই নাইট্রেট গ্রহণ করে থাকেন।
সূত্র: ফক্স নিউজ





Loading...


প্রকাশকঃ মোঃ আশ্রাফুর রহমান রাসেল
সম্পাদক : বিশ্বজিত পাল বাবু
চেয়ারম্যান : আলহাজ্ব নুরুজ্জামান
ঠিকানা : ৬০৩ ফুলবাড়িয়া, ব্রাহ্মণবাড়িয়া।
email : [email protected] (news)
Phone: +880851 62307
+8801963094563


close